চুলের খোপা বাঁধার ১০টি নতুন ডিজিটাল পারফেক্ট স্টাইল ছবি ও ভিডিওসহ!
চুলের খোপা বাঁধার ১০টি নতুন ডিজিটাল পারফেক্ট স্টাইল ছবি ও ভিডিওসহ!
কোন অনুষ্ঠান,বিয়ে বাড়ির সাজ ,ইত্যাদিতে হেয়ার স্টাইল না হলে সব সাজই যেন বৃথা!
অনেকেই চুলের খোপা বাঁধতে পারেন না। চুলের
খোপার ডিজাইন করার জন্য এই প্লাটফর্ম সাহায্য করে থাকে। এখানে ১০ টি আধুনিক
খোপার ডিজাইন তুলে ধরা হলো। পার্লারে গিয়ে চুল বাঁধার সময় চুলের খোপা বাঁধার এই স্টাইল গুলো ফলোআপ করতে পারবেন।
বাংগালী চুলের খোপা
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে এই বাংগালী চুলের খোপা বাঁধন অবশ্যই বাঁধবেন। কারণ এই
হেয়ারস্টাইলে চুলের খোপা বাঁধলে কেউ চোখ ফিরাতে পারবে না এবং আপনি খুব আনন্দ উপভোগ করবেন। এটি বিউটি পার্লার বা বাসায় বসেও করতে পারবেন।
প্রথমেই আপনার চুলগুলো সামনের দিক থেকে নট করতে করতে পেছনে নিয়ে যান।তারপর একটি পিনের সাহায্যে সবকটা চুলের গোছা একসাথে সেট করে নিন। এবারে পেছন দিকের চুল নিয়ে একসাথে লো বান করে নিন।
এখন ফুলের মালা গলায় দিয়ে বিয়ে বাড়ি যান।তবে আপনি যদি লেহঙ্গা পরিধান করেন এবং মাথায় ওড়না না নেন, সেক্ষেত্রে অবশ্য নকল ফুলের ফ্যানসি গজরা ব্যাবহার করবেন।কারণ এতে আপনাকে খুবই আকষনীয় ও সুন্দরী দেখাবে।
মেসি বান খোপা
বিয়ে বাড়িতে এবং যে কোন পার্টিতে উপস্থিত
হতে খোপার এই স্টাইলটি চেষ্টা করে দেখতে পারেন। চুলের খোপার এই স্টাইলটি আপনাকে
দারুণ এবং অসাধারণ দেখাবে।এটি করার জন্য আপনাকে বিউটি পার্লার বা অন্য কোথাও যেতে হবে না।
আপনার চুলে এই বাঁধন দিতে খুব বেশি সময় বা দক্ষতা কোনওটাই প্রয়োজন নেই। প্রথমেই আপনাকে ডেসিং মিররের সামনে বসে ভাল করে চুল আঁচড়ে নিতে হবে তারপর সব চুলগুলো সামনের দিকে নিয়ে আসুন।
এবার আপনি দু’হাতের সাহায্যে একটা খোপার ডিজাইন তৈরি করে বেশ কয়েকটি ববি পিনের সাহায্যে চুল সেট করে নিন। আপনার চুলের গোছা এদিক ওদিক বেরিয়ে থাকেও কোনও সমস্যা নেই।ব্যাস মেসি বান খোপা তৈরি শেষ।
ঘাড়ে ঝুলানো খোপা
অনেক মেয়েরাই শক্ত করে খোপা বাঁধে ফলে কিছুক্ষণ পরেই তাদের মাথা ব্যাথা করা শুরু করে দেয়।সেক্ষেত্রে আপনি ঘাড়ে ঝুলানো খোপা বাঁধতে পারেন।এটি অতি সাধারণ ও সহজ পদ্ধতি এবং আপনাকে খুব বেশি কষ্টও করতে হবে না।
প্রথমে আপনার চুল আঁচড়ে সম্পূর্ণ চুলের গোছাটি ঘাড়ের কাছে নিয়ে এসে একটা খোপা তৈরি করে নিন।আপনি চায়লে ফ্যাশনেবল হেয়ার অ্যাক্সেসরিজ দিয়ে চুল বেধেও (Khopa Hairstyles) নিতে পারেন।
আপনার চুল যদি বেশ ঘন হয় সেক্ষেত্রে সামনের দিকে ফিশবোন বা টুইস্ট করে নিতে পারেন।এই রকমের খোপার ডিজাইনের ফলে আপনাকে অনেক সুন্দর লাগবে। একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন।
বিনুনি খোপা
আপনি ঘরে বসেই এই খোপাটি তৈরি করতে পারেন। এটি করার জন্য আপনাকে চুলের যে কোন এক সাইড থেকে একটা বিনুনি বানিয়ে তা খোপার সাথে জুড়ে দিতে হবে। সাধারণত গামের মেয়েদের এই খোপা বাঁধতে দেখা যায়।
ক্রস স্টাইল খোপা
নাম দেখেই বুঝতে পারছেন এটা সিম্পল স্টাইলের খোপা।মূলত এটা আড়াআড়িভাবে চুল বাঁধার স্টাইল।শাড়ির সাথে আপনাকে এই হেয়ার স্টাইল দারুন একটা ট্রাডিশানাল লুক এনে দেবে। বিদেশি মেয়েরা এই স্টাইলের খোপা সবচেয়ে বেশি বাঁধে।বিশেষ করে আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী পরিবারের মেয়েরা।
টুইস্টেড খোপা
এই খোঁপাটি পশ্চিমা দেশগুলোর মধ্যে বেশি দেখা যায়। তাই তাদের খুব সুন্দরী দেখায়। কারণ এরকম খোপা বাঁধতে বেশ ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন। কাজেই একা যদি না পারেন, কারও সাহায্যে এরকম খোপার ডিজাইন করতে পারেন।
হাত খোপা
হাত খোপা যে কোন সময়ে,অনুষ্ঠানে এবং পোশাকের সাথে সবার জন্য পারফেক্ট।খুব অল্প সময়ে এই ধরনের খোপা বাঁধা যায় বিধায় আমাদের মা,বোন,চাচি,ভাতিজী, ভাংগনীরা, কাকিরা তাদের চুলে এই হাত খোপা বাঁধেন।
আপনি চায়লে হাত খোপাও বেশ সুন্দর করে ডিজাইন করতে পারবেন। চুলে হাত খোপা বাঁধলে অবশ্যই শাড়ী পরিধান করেন এবং চোখে কাজল ও ঠৌটে লিপগ্লস ছাড়া আর কিছু ব্যাবহার করার প্রয়োজন নেই।
গোলাপ খোপা
আপনার চুলে এটি খুব সুন্দরভাবে এবং
সহজেই মানিয়ে যাবে। এটি করতে সুন্দর করে নিজের পছন্দ মতো আপনার চুলের খোপা বাঁধুন এবং বেশ কয়েকটি গোলাপ ফুল খোঁপায় আটকে দিন।আপনি যদি আসল গোলাপ না পান সেক্ষেত্রে নকল গোলাপের মালা পাওয়া যায় সেটি কিনে লাগিয়ে নিন। ব্যাস গোলাপ খোপা তৈরি। এবার মিলিয়ে মেকআপ করুন।
ডবল খোপা
এই খোপাটি যাদের মাথার চুলের গোছা খুব ভাল আর চুল লম্বা তাদের জন্য একেবারে পারফেক্ট স্টাইল। এটি করতে প্রথমেই চুল আঁচড়ে নিয়ে দুই ভাগ করে নিন। সামনের দিকের চুল একসঙ্গে করে নিয়ে খোপা করে নিন এবং ববি পিন দিয়ে আটকে নিন। এবার আপনার পিছন দিকের চুলেও এইরূপ করুন এবং ববি পিন দিয়ে আটকিয়ে নিন।ব্যাস তৈরি হয়ে গেল আপনার ডবল খোপা।
ঝুমকা খোপা
ঝুমকা খোপার এই স্টাইলটা আমাদের বাংলার জন্য ইউনিক।এটি আপনি বিউটি পার্লারে গিয়ে করে নিতে পারবেন।আপনি যদি পার্লারে না যেতে চান তাহলে ইউটিউবে সাচ করুন ঝুমকা খোপা বাঁধার ভিডিও লিখে। তাহলেই সব বুঝতে পারবেন এবং সেইনুযায়ী চেষ্টা করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Comment policy
1.Dont bad comment
2.you can give inspire to us
3.Avoid the hegistation
4.please follow to us
5.Read and accept good think.
6.share and spread among friend and families
7.give new idea about beauty