পোস্টগুলি

সেপ্টেম্বর ২০, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শীতকালে ঘরুয়া উপায়ে ঠোঁটের যত্ন নেওয়ার টিপস

ছবি
                  ছবিঃ- শীতকালে ঠোঁটের যত্ন   শীতকাল আসলেই ঠোঁটের যত্ন নিতে সবাই উঠে পরে লাগে। কারণ এই সময়ে বেশির ভাগই পুরুষ এবং মহিলার ঠোঁট ফাটে। শুধু তারা নয় বাচ্চাদেরও এই সময়ে ঠোঁটের ফাটল দেখা যায়। তাই কেউ মেরিল, কেউ লিপজেল,আবার কেউবা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকে। কারণ শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে ফলে আপনার ঠোঁট ফাটে তাড়াতাড়ি।আপনি এই  প্লাটফর্মে ঠোঁট ফাটার অস্বস্তিকর জ্বালা থেকে রক্ষা পাওয়ার সঠিক উপায় জানতে পারবেন।আর আপনার ঠোঁটের শুষ্কতা প্রতিরোধে করে ঠোঁটের সজীবতাও পাবেন। ঘরে বসে প্রাকৃতিক উপায়ে ঠোঁটের যত্ন  (১) প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি পান করুন  শীতকালে ঠোঁটের শুষ্কতা বৃদ্ধি পায় এবং সজীবতা হারায় ফলে ঠোঁটে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। যেমনঃ- ঠোঁট ফাটা,ঠোঁটের  সংবেদনশীলতা নষ্ট, উজ্জ্বলতা হারিয়ে যাওয়া ইত্যাদি। তাই এই সময়ে প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি পান করা উচিৎ।  (২) মধু মধুতে প্রচুর পরিমানে এন্টি ব্যাাকটেরিয়াল এবং হিলিং প্রোপার্টিজ রয়েছে যেগুলো আপনার ঠোঁটকে ময়েশ্চারাইজার করে থাকে। তাই শুষ্কতাভাব দূর করতে মধু ও গ্লিসারিনের পেস্ট বানিয়ে ঠোঁটে ব্যাবহার করতে হবে। এতে করে