পোস্টগুলি

অক্টোবর ১১, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চুল পড়ার কারণ এবং বন্ধের দারুণ উপায়

ছবি
                                             ছবিঃ- চুুল পড়া  আপনি কি সৌন্দর্যের প্রতীক চুল সুন্দর, ঘন, কালো, লম্বা দেখতে চান? আপনার মাথার চুল কি পড়ে যাচ্ছে? অতিরিক্ত চুল পড়ার কারণে মাথায় টাক পড়ে যাচ্ছে? প্রতিদিন ঝরছে মাথার চুল, ফলে সৌন্দর্য কি দিন দিন হারাচ্ছে? এবং তাঁর জন্য আপনি কি চুল পড়ার কারণ ও কার্যকরী সমাধান চান? তাহলে এই টিপসটি আপনার জন্য। এখানে আপনি চুল পড়ার কারণ ও প্রতিকার,যত্ন সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন এবং চুলের যত্ন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বর্তমানে চুল পড়া আমাদের একটি ভয়ংকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চুল পড়ে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। ছেলে মেয়ে উভয়েরই এই সমস্যা হয়ে থাকে। আর এই চুল পড়া নিয়ে আমাদের মাঝে রয়েছে নানা দুশ্চিন্তা ও উদ্বেগ। মানুষের সৌন্দর্যের প্রতীক বলা হয় চুলকে। চুল পড়া, চুল উঠে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া সত্যি কিন্তু চিন্তার বিষয়। কারণ চুল পড়ে নতুন চুল না গজালে আস্তে আস্তে মাথায় টাক পড়ে যায়। ফলে দিন দিন সৌন্দর্য হারিয়ে যায়। অনেকে চুল পড়া নিয়ে তেমন কোন চিন্তায় করে না আবার অনেকেই চুল পড়া সহ্য করতে পারে না, চুল পড়া কিভাবে বন্ধ করা যায়, কিভাবে শক্ত কর