পোস্টগুলি

সেপ্টেম্বর ৬, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ঠোঁটের কালো দাগ দূর করার উপায়

ছবি
 ঠোঁটের কালো দাগ দূর করার উপায়                        ছবিঃ- ঠোঁটের কালো দাগ     মেয়েদের ঠোঁটের হাসি কে না ভালোবাসে? সকল পুরুষই তাদের হাসি দেখে অবাক হয়ে যেতে পারে যদি গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি হয়ে থাকে।যে সকল মেয়ের ঠোঁট কালো তারা অনেক বেশি কষ্টে আছে। কারণ এতে তাদেরকে কুৎসিত ও বিকৃত দেখায়।ফলে তারা টেনশনে ভোগে থাকেন এবং তা থেকে মুক্তির উপায় খুঁজেন।শুধু মেয়ে নয় ছেলেরাও ভুক্তভোগী।এই প্লাটফর্মে আপনি ঘরে বসে আপনার ঠোঁটকে গোলাপি রঙের তৈরি করতে পারবেন এবং নিজেকে শান্ত করবেন। কালো ঠোঁটকে গোলাপি রঙের তৈরির উপায়  মধু এবং লেবুর তৈরি মিশ্রণ  উপকরণ গুলো হলোঃ- (১) একটি মাঝারি সাইজের লেবু  (২) পরিমাণ মতো মধু (৩) পানি  🔊 তৈরি এবং ব্যাবহার পদ্ধতি  প্রথমেই লেবু কেটে রস বের করে নিতে হবে এবং সেই রস মধুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনার ঠোঁটে ব্যাবহার করুন। তারপর এভাবেই কমপক্ষে এক ঘন্টা ঠোঁটের মধ্যে রেখে দিন।এখন বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে ফেলুন বা নরম জাতীয় কাপড় দিয়ে মুছে ফেলতে পারেন।এটি দৈনিক  সকালে এবং বিকেলে বা রাতে দুই বার করে ব্যাবহার করতে পারবেন। ফলে সহজেই আপনার ঠোঁটের কালচে ভাব দূর হবে।আপনি চায়লে এই

"চোখের সাজ "

ছবি
 "নারীদের চোখের       মেকআপ প্রদর্শন  পুরুষের আকর্ষন ও সৌন্দর্যের নিদর্শন" চোখের মেকআপ টিপস  এটি একটি জটিল বিষয় এবং চ্যালেঞ্জিং ধাপ। চোখের মেকআপ আপনার চোখের সৌন্দর্য্য বহুগুণ বৃদ্ধি করে।এটা বিভিন্ন ধরনের হতে পারে।যেমনঃ-কপার গ্লিটার আই মেকআপ ও একুয়া গ্রিন আই মেকআপ কিন্তুু কিছু ভুলে আপনাকে কুৎসিত দেখায় এবং সৌন্দর্য নষ্ট করে দেয়।অবশ্যই আপনাকে চোখ মুখ ও আইব্রোর আকৃতিনুযায়ী চোখের মেকআপ করা উচিৎ। প্রথমেই চোখের রংয়ের উপর নির্ভর করে চোখের আইস্যাডো মেকআপ সরঞ্জামাদি নির্বাচন করতে হবে।যেমনঃ- কালো ও গাঢ় চোখের জন্যে ধূসর,নীল ও সবুজ রংয়ের জন্য বেগুনী হালকা রংয়ের চোখে বাদামী বা ব্রঞ্জ সেডগুলো চোখের সৌন্দর্য্য বৃদ্ধি করে। পড়ুন দুর্দান্ত সব লেখা   স্হায়ীভাবে মুখের ব্রণ দূর করার অলৌকিক উপায় মুখের আকৃতিনুযায়ী ভ্রু মেকআপ টিপস   # গোল আকৃতি মুখের ভ্রুর সৌন্দর্য  আপনার ভ্রুর সৌন্দর্য বৃদ্ধির জন্য ভ্রুকে উল্লম্ব আকৃতি করুন।ব্রাউন পেন্সিল ব্যাবহার করে ফাঁকা জায়গা পুরণ করুন এবং মাঝখানের অংশটা হালকা গাঢ় করুন। # লম্বা আকৃতি মুখের ভ্রুর সৌন্দর্য  এরূপ মুখের জন্য আপনার ভ্রুকে ফ্লাট ও লম্বা শেইপের আকৃতি

ত্বকের সৌন্দর্য বৃদ্ধির উপায়

ছবি
                ছবিঃ- ত্বকের সৌন্দর্য বৃদ্ধির উপায়   আপনার ত্বক আপনার সৌন্দর্য!  উজ্জ্বল ত্বক সবাই পছন্দ করে এবং তা চায়।কিন্তু বিভিন্ন বিজ্ঞাপন দেখে একাধিক কেমিক্যাল-যুক্ত ক্রিম,লোশন ইত্যাদি কিনে ব্যাবহার করে ত্বকের স্বাভাবিক অবস্থা নষ্ট করে দেয়। এই প্লাটফর্মে আপনি ঘরে বসে আপনার ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজনীয় টিপসগুলো জেনে নিতে পারবেন।                          ওটস ওটস অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট সমৃদ্ধ।  যার ফলে ব্রণপ্রবণ ত্বকে ওটস খুব সুন্দর দেখাবে।এটি ত্বকের উপর খুব বেশি রাফ না হয়েও সুন্দর স্ক্রাবিং করতে পারে।তাই চলুন কিভাবে ঘরে বসে আপনি ওটস দিয়ে স্ক্রাবের রেসিপি তৈরি করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করবেন তা জেনে নিই। মধু এবং ওটস স্ক্রাব এই ফেইস স্ক্রাবটির জন্য লাগবে এক চা চামচ ওটস আর এক চা চামচ মধু। দুটি উপাদান খুব ভালো করে মিশান। এরপর হাতে নিয়ে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ ম্যাসাজ করুন। খুব বেশি সময় করা লাগবে না। তিন থেকে চার মিনিট ম্যাসাজ করলেই হবে। এই স্ক্রাবটি আপনার মুখের পোরসগুলো ওপেন করে সেখান থেকে ময়লা বের করে আনবে। সেই সাথে ত্বককে উজ্জ্বল করে তুলবে। আর মধু ত্বকে আর্দ্রতা যোগ