"চোখের সাজ "

 "নারীদের চোখের       মেকআপ প্রদর্শন
 পুরুষের আকর্ষন ও সৌন্দর্যের নিদর্শন"





চোখের মেকআপ টিপস 


এটি একটি জটিল বিষয় এবং চ্যালেঞ্জিং ধাপ।
চোখের মেকআপ আপনার চোখের সৌন্দর্য্য বহুগুণ বৃদ্ধি করে।এটা বিভিন্ন ধরনের হতে পারে।যেমনঃ-কপার গ্লিটার আই মেকআপ ও একুয়া গ্রিন আই মেকআপ কিন্তুু কিছু ভুলে আপনাকে কুৎসিত দেখায় এবং সৌন্দর্য নষ্ট করে দেয়।অবশ্যই আপনাকে চোখ মুখ ও আইব্রোর আকৃতিনুযায়ী চোখের মেকআপ করা উচিৎ।

প্রথমেই চোখের রংয়ের উপর নির্ভর করে চোখের আইস্যাডো মেকআপ সরঞ্জামাদি নির্বাচন করতে হবে।যেমনঃ- কালো ও গাঢ় চোখের জন্যে ধূসর,নীল ও সবুজ রংয়ের জন্য বেগুনী হালকা রংয়ের চোখে বাদামী বা ব্রঞ্জ সেডগুলো চোখের সৌন্দর্য্য বৃদ্ধি করে।
পড়ুন দুর্দান্ত সব লেখা  

মুখের আকৃতিনুযায়ী ভ্রু মেকআপ টিপস 





 # গোল আকৃতি মুখের ভ্রুর সৌন্দর্য 

আপনার ভ্রুর সৌন্দর্য বৃদ্ধির জন্য ভ্রুকে উল্লম্ব আকৃতি করুন।ব্রাউন পেন্সিল ব্যাবহার করে ফাঁকা জায়গা পুরণ করুন এবং মাঝখানের অংশটা হালকা গাঢ় করুন।

# লম্বা আকৃতি মুখের ভ্রুর সৌন্দর্য 

এরূপ মুখের জন্য আপনার ভ্রুকে ফ্লাট ও লম্বা শেইপের আকৃতি দান করুন।এটি আপনার চোখের সৌন্দর্য বৃদ্ধির জন্য সাহায্য করে থাকে।ভি বা কর্নার স্ট্রেইট শেইপও ভালো মানায়।

# হার্ট আকৃতি মুখের ভ্রুর সৌন্দর্য 

আপনার ভ্রুর সৌন্দর্য বৃদ্ধির জন্য গোলাকৃতি উত্তম উপায়।এটি আপনাকে ড্রামাটিক দেখায় এবং বিভিন্ন আকৃতি দান করতে পারবেন।

# ডায়মন্ড আকৃতি মুখের ভ্রুর সৌন্দর্য 

একটু খেয়াল করে ভ্রু আঁকুন এবং গোলাকৃতি
শার্প যোগ করতে হবে।চোখের কোনার দিকটা একটু বাঁকা করে ওঠানোর মতো ভ্রু প্লাক করুন।

# স্কয়ার আকৃতি মুখের ভ্রুর সৌন্দর্য

আপনার মুখের আকৃতির সাথে সামঞ্জস্য রেখে 
ভ্রুর সৌন্দর্য বৃদ্ধি করুন।এটি করতে ভ্রুর কোণাটা শার্প ও চিকন করুন এবং খুব বেশি  মোটা বা পাতলা ভ্রু এড়িয়ে চলুন।সামান্য বৃত্তাকার আকৃতির করে আইব্রো আঁকুন।


চোখের আকৃতিনুযায়ী ভ্রু মেকআপ টিপস 



বড় চোখের সরু ভ্রু রাখুন।

টানাটানা চোখে স্ট্রেইট শেইপ করুন।

চোখ ছোট হলে ভ্রু একটু মোটা রাখুন।

দিনের মেকআপ

সকালে ম্যাট কালারের আইশ্যাডো ব্যবহার করবেন। এতে বেশি ঔজ্জ্বল্য নেই তাই চোখে লাগবে না। সরু করে আইলাইনার লাগাবেন এবং আইব্রো ব্রাশ দিয়ে আঁচড়ে ভুরুর শেপ ঠিক করে নেবেন। অনেকেই চোখের মেকআপ করেন না। কারণ তাদের অস্বস্তি হয়। যদি বেশি মেকআপে আপনার সমস্যা থাকে তাহলে ট্রান্সপারেন্ট মাস্কারা লাগিয়ে চোখের ওয়াটার লাইনে ব্রাউন পেন্সিল বা কাজল ব্যাবহার করবেন।মেকআপ করেছেন মনে হবে না কিন্তু চোখের ক্লান্তি ঢেকে যাবে।

রাতের মেকআপ

যে কোনও ড্রেসের সঙ্গে দিব্যি মানায় ফ্রসটেড আইশ্যাডো। বিশেষ করে আলো আঁধারের রহস্য মাখা শীতের রাতের সঙ্গে বেশ মানায় এটি। রাতের আইমেকআপে উইং আই চলতে পারে। তার সঙ্গে কালো বা ধূসর কোনও রঙ স্মাজ করে নিতে পারেন। যদি ঝকমকে অর্থাৎ সোনালি বা রূপালি কোনও পোশাক পরেন তাহলে সেই রঙের গ্লিটার সরু করে চোখে ব্যাবহার করবেন। উইং অযথা বেশি লম্বা করবেন না। আইব্রো বোনের নিচে সিমার ব্যাবহার করবেন। 

  সঠিক আইব্রো মেকআপ টুলস




ভ্রু চোখ ও চেহারার মাঝে ভারসাম্য তৈরি করে।
সুন্দর ভ্রু জন্য থ্রেডিং বা প্লাক করাই যথেষ্ট উপায় নয়।আপনাকে ভ্রুর সৌন্দর্য বৃদ্ধির জন্য ভ্রু মেক-আপ টুলস সিলেক্ট করা উচিৎ।ভ্রুর  সৌন্দর্য বৃদ্ধিতে ভ্রু পেন্সিল এবং পাউডারের শেইড এক অথবা দুই শেইড হালকা ব্যাবহার করা উচিৎ।

.গর্জিয়াস মেকআপে চুলের রঙের সঙ্গে মিলিয়ে আইব্রো পেন্সিল ব্যাবহার করুন এবং ছোট ছোট টানে ভ্রু আঁকুন।কারণ এটিতে আসল ভ্রুর লোমের মতোই স্বাভাবিক দেখা যায়।

.আইব্রো পমেড,পাউডার,জেল ব্যাবহার করতে 
আইব্রো ব্রাশ ও স্পুলি ব্রাশ ব্যবহার করা উচিৎ।
ব্রাশের সাহায্যে ভ্রুর শুরুর দিকটা গাঢ় রেখে শেষের দিকটা হালকা শেডে মিশিয়ে দিন।

.ভ্রু আঁকতে গিয়ে একটু ছড়িয়ে গেলে পরে তা কনসিলার দিয়ে ঠিক করে ফেলুন। ভ্রুয়ের উপরে ও নিচে ত্বকের তুলনায় এক শেইড হালকা কনসিলার ব্যবহার করুন।

.ন্যাচারাল লুকের জন্য স্পুলি ব্রাশ দিয়ে ভ্রু ঠিক করে করুন এবং পমেড, পাউডার বা জেল যেটাই ব্যবহার করুন না কেন ভালোভাবে ব্লেন্ড করতে ভুলবেন না।

আইশ্যাডো

প্রথমেই আপনাকে চোখের রংনুযায়ী আইশ্যাডো রং নির্বাচন করতে হবে।কারণ এতে  আপনাকে সুন্দর দেখাবে।হালকা করে ব্যাবহার করুন।কালো এবং গাঢ় চোখের জন্য ধুসর এবং নীল,সবুজ এবং বেগুনী হালকা চোখের জন্য  তামাটে,বাদামী বা ব্রোঞ্জ শেড পছন্দ করা উচিৎ। 

আইলাইনার

এটি আপনার চোখের সৌন্দর্য বৃদ্ধির জন্য সহায়তা করে।চোখের আকৃতিভেদে আইলাইনারের ব্যাবহার ভিন্ন ভিন্ন হবে।গোলাকৃতি ও ছোট চোখের জন্য বাইরের কোনায় অথবা উপরের পাতায় এটি ব্যাবহারে সৌন্দর্য বৃদ্ধি পায়।আই পেন্সিল দিয়ে আঁকা লাইনের উপরে একটু পাউডার দিলে লাইনটি আর ছড়িয়ে যাবে না এবং দীর্ঘস্থায়ী হবে।

মাশকারা

এটি ব্যবহারের পুর্বে আইল্যাশ কার্লার দিয়ে  চোখের পাপড়িগুলো একটু ঘন ও কোকড়া করা উচিৎ।এটি আপনার চোখকে আলাদা একটা সৌন্দর্যের সুযোগ করে দেয়। 

আইব্রো পেন্সিল 

চুলের চেয়ে এক শেড হালকা আইব্রো পেন্সিল দিয়ে ভ্রুটা ভালো করে এঁকে নিন।কারণ গাঢ় শেডের আইব্রো ব্যবহার করলে খুবই বেমানান লাগে।

কনসিলার

আপনার চোখের নিচে কোন কালো দাগ বা ডার্ক সার্কেল থাকলে কনসিলার দিয়ে ঢেকে ঢেকে দেওয়া উচিৎ।কনসিলার-এর রং যেন ত্বকের রং-এর সাথে ভালো করে ব্লেন্ড হয়ে যায়।

নকল আইল্যাশ 

অাপনার চোখের পাতা ছোট হলে সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি নকল আইল্যাশ ব্যাবহার করতে পারেন।এটি ব্যাবহারের পূর্বে অভ্যাস গড়ে তোলা এবং সতকতা অবলম্বন করুন।  

লেন্স ব্যাবহার 

লেন্স চোখের সৌন্দর্য বৃদ্ধির জন্য সহায়তা করে থাকে এবং এটি আপনাকে যে কোন পোশাকে সুন্দরী দেখায়।

চোখের আইব্রো যত্ন নেওয়ার টিপস 

আইব্রোর যত্নে ডেড সেল প্রতিরোধে ভ্রুর ত্বকে  স্ক্রাব করা উচিৎ।প্রতি সপ্তাহে একবার অলিভ অয়েল,ক্যাস্টর  অয়েল পেট্রোলিয়াম জেলি ব্যাবহার করে ভ্রু ম্যাসাজ করুন।এটি আপনার ভ্রুকে ঘন করে এবং সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা পালন করে।প্রতি মাসে একবার টুইজার দিয়ে ভ্রু তুলে নেওয়া উচিৎ।ভ্রুকে খুব বেশি প্লাক করা উচিৎ নয়।লোমকূপের ক্ষতি হতে পারে।

আইব্রো ও চোখের নিচে আন্ডার আই ক্রিম, ভিটামিন-ই ক্রিম, নরমাল ক্রিম বা বেবি ক্রিম ব্যবহার করতে পারেন।রাতে ঘুমানোর আগে কাজলসহ যাবতীয় মেকআপ ভালোভাবে তুলে নাইট ক্রিম ব্যবহার করুন।আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে নিয়মিত আইব্রো ব্রাশ করুন।
অবশ্যই আইব্রোর যত্নে একজন অভিজ্ঞতা সম্পুর্ন বিউটিশিয়ানের পরামর্শ নেওয়া উচিৎ।

আইব্রোর মেকআপ সতর্কতা টিপস


আইব্রো প্লাক বা থ্রেডিংয়ের জন্য অ্যালার্জি হতে পারে।এক্ষেত্রে ঠান্ডা পানিতে তুলা ভিজিয়ে বা বরফ নিয়ে আলতোভাবে লাগাতে হবে এবং অ্যাস্ট্রিনজেন্ট ব্যাবহার করতে হবে।ত্বকে র‍্যাশ তৈরি হতে পারে।তাই সতর্কতা অবলম্বন করুন। 

# কম বয়সে আইব্রো প্লাক করা উচিৎ নয়।

# সম্পূর্ণ মুখে থ্রেডিং না করাই ভালো। কারণ এতে র‍্যাশ দেখা দিতে পারে।

# থ্রেডিং পরিহার করতে ব্লিচ না করে ফেয়ার পলিশ অথবা স্কিন পলিশ করুন।

# “একবার প্লাক করার পর আইব্রো মোটা হয়ে যায়”, ধারণাটি একদম ভুল। প্লাক করার পর আগের অবস্থায় ফিরে গেলে তুলনামূলকভাবে তা মোটা মনে হয়।

# নিজে নিজে টুইজার দিয়ে আইব্রো তোলা ঠিক নয়। টুইজারের খোঁচায় কিংবা চাপে ত্বক এমনকি চোখেরও ক্ষতি হতে পারে।

# আইব্রো ব্রাশ না থাকলে পুরনো পরিষ্কার টুথ ব্রাশ ব্যবহার করতে পারেন।

# তুলা দিয়ে ত্বকে বরফ ব্যাবহার করা উচিৎ।

# আইব্রোর পাশাপাশি আইল্যাশ ঘন দেখানোর জন্য মাশকারা লাগাতে পারেন। তবে মাশকারা লাগানোর আগে কাজল পেনসিল দিয়েও আইল্যাশে ঘনত্ব অ্যাড করা যেতে পারে।

আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে অবস্থিত আমাদের সর্বোত্তম স্বাস্থ্য পরামর্শ ওয়েবসাইট থেকে।

মন্তব্যসমূহ

popular post

বিয়ের কসমেটিকস চেকলিস্ট বর ও কনে উভয়ের জন্য

মেকআপের জিনিসের নাম

চুলের খোপা বাঁধার ১০টি নতুন ডিজিটাল পারফেক্ট স্টাইল ছবি ও ভিডিওসহ!

লিপস্টিকের নাম এবং দাম

মুখের মেকআপ করার সঠিক নিয়ম

স্তন ঝুলে গেলে কি করবেন?