মেকআপের জিনিসের নাম
মেকআপের জিনিসের নাম
মেকআপ করার পূর্বে আপনাকে মেকআপের জিনিসের নাম গুলো জেনে নিতে হবে। কারণ আপনার একেকটি অংশের মেকআপের আলাদা আলাদা টুলস বা জিনিস ব্যাবহার করতে হবে। আপনি নিশ্চয়ই চোখের মেকআপ করার জন্য মুখের মেকআপ ব্রাশ ব্যাবহার করবেন না। তাই আসুন একটু জেনে নিই মেক আপ করার সঠিক টুলস বা জিনিসের নাম।
মুখের মেকআপ করার সঠিক টুলস
ফাউন্ডেশন
ফাউন্ডেশনটি আপনার মুখের মেকআপের জন্য পূর্ব সতর্কতা। কারণ আপনার ত্বকের কালার টোন বুঝে সঠিক ফাউন্ডেশনটি ব্যবহার না করতে পারলে সম্পূর্ণ মেকআপ নষ্ট হয়ে যায়। ফাউন্ডেশনের গায়ে স্কিন টোন অনুযায়ী নম্বর লিখে দেওয়া আছে। এই নিয়মটিকে অনুসরণ করুন। তাহলে আপনার মেকআপটি ত্বকের রংয়ের সঙ্গে মিশে যাবে।নো চিন্তা ডু ফুততি।
কন্সিলার
এটি আপনার মুখের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে।
অনেকেরই মুখে ব্রণের দাগ ও ডার্ক সার্কেলের সমস্যা থাকে। বিবি ক্রিম এগুলো ঢাকতে পারে না। তদের জন্য রয়েছে কন্সিলার। যাদের এ ধরনের সমস্যা নেই তারা কন্সিলার বাদ দিতে পারেন।আবার অনেক মহিলা জানেন না যে কন্সিলার কি এবং কিভাবে কাজ করে ও ব্যাবহার করতে হবে। কন্সিলার মূলত আপনার মুখের ব্রণের দাগ ও ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে ব্যাবহার হয়ে থাকে।
ব্রাশ সেট
ব্রাশ সেটগুলো আপনার মুখের মেকআপ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।কোন কোন ব্রাশ সেট ৫ টি আবার কোন কোন ব্রাশ সেট ৭,১০ টি ইত্যাদি হয়ে থাকে। এগুলোর বিভিন্ন ধরনের নামের হয়ে থাকে। যেমনঃপাউডার ব্রাশ, আই শ্যাডো ব্রাশ, ব্লেন্ডিং ব্রাশ, ব্রো এন্ড ল্যাশ ব্রাশ, লিপ ব্রাশ ইত্যাদি।
ময়েশ্চারাইজ
মেকআপ করার আগে মুখের ত্বককে পরিষ্কার করে ময়েশ্চারাইজ করে নিতে হয়।কারণ এতে করে মেকআপটি মুখের ত্বকে ভালোভাবে বসে যাবে এবং বেশ কমনীয় ও নমনীয় দেখাবে।তাছাড়াও ব্রোনজার মুখের মেকআপের জন্য সহায়তা করে থাকে এটি আপনার মুখের মেকআপে এক ধরনের গ্লামার নিয়ে আসে। এটি কপালে এবং গালে ব্যবহার করলে একটি গ্লামারাস লুক তৈরি করে।
চোখের মেকআপ করার সঠিক টুলস
আইব্রো
মেকআপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ।এটি আপনার মেকআপের সৌন্দর্য বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ সঠিকভাবে আইব্রো না আঁকতে পারলে আপনাকে বয়স্ক মহিলাদের মত দেখাবে।তাই হঠাৎ করে আইব্রো আঁকার কাজটি শেষ করা যাবে না।চেহারায় শার্পনেস এবং মুখের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে আইব্রোর ওপর।
জেল লাইনার
আপনার মেকআপের ফ্রেশ এবং তারুণ্যতা ফুটিয়ে তুলতে চোখে জেল লাইনার ব্যবহার করতে পারেন। এটি চোখের মেকআপটির সৌন্দর্যকে বৃদ্ধিরল করে এবং প্রাণবন্ত করে তুলবে। অন্যের কথার চেয়ে নিজের দৃষ্টির ওপর ভরসা করুন। মেকআপের জন্য যে রংটি আপনার কাছে ত্বকের সঙ্গে সবচেয়ে মানানসই ও ভারসাম্যপূর্ণ হয়ে থাকে সেটিকে ব্যাবহার করুন।
কাজল
এটি আপনার চোখের সাজকে আরও প্রাণবন্ত উৎসবমুখর করে দেয়। বেশির ভাগই দেখা যায় যে কাজলের সঠিক ব্যাবহার করতে আমরা জানি না। কাজল মূলত চোখের নিচের পাতায় রেখা টানার জন্য ব্যাবহার হয়ে থাকে। ত্বকের রংয়ের উপর নির্ভর করে কাজল ব্যাবহার করা উচিৎ। তা না হলে সৌন্দর্য বৃদ্ধি পায় না।
মাশকারা
আপনার চোখের মেকআপ করার জন্য গুরুত্বপূর্ণ উপাদান গুলোর মধ্যে মাশকারা অন্যতম একটি টুলস। নিঃসন্দেহে মাশকারা আপনার চোখের মেকআপে ব্যাবহার করা উচিৎ। মাশকারা আপনার চোখের পাপড়িতে ব্যাবহার হয়ে থাকে।
গোল্ডেন রোজ মাসকারা,জ্যাকলিন মাসকারা, কালো ছাড়াও ওয়াটার, নীল, বেগুনি রঙের মাসকারা রয়েছে যেগুলোর দাম ১০০ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে।
ঠোঁটের মেকআপ করার সঠিক টিপস
ঠোঁটের মেকআপ
যাঁদের ত্বকের রং উজ্জ্বল তাঁরা গোলাপি
রঙের লিপিস্টিক ব্যাবহার করলে ভালো লাগবে।উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারী যাঁরা তাঁদের জন্য হালকা হলুদ রংয়ের লিপিস্টিক ব্যাবহার করা উচিৎ। যাঁদের ত্বক একটু চাপা রঙের, তাঁদের গোলাপির মতো মিষ্টি রংয়ের লিপস্টিক ভালো দেখায়।
যাঁদের ত্বকের রং শ্যামবর্ণ, তাঁরা বেগুনি, কমলা, গোলাপি রং বেছে নিতে পারেন।আপনি চায়লে লিপগ্লসও ব্যবহার করতে পারেন। তবে দিনে নয় রাতের সময় যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে হলে।আশা করি আপনি বুঝতে পারছেন।
লিপ লাইনার
ঠোঁটকে সঠিক আউটলাইন দিতে লিপলাইনারের জুড়ি নেই। চলতি কিছু লিপ লাইনার হলো।জ্যাকলিন লিপ লাইনার ৫০ টাকা,জর্ডানা লিপ লাইনার ৭০ টাকা ইত্যাদি।
তাছাড়াও মেকআপ করার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের জিনিস বা উপকরণ রয়েছে। যেমনঃ-ব্রোঞ্জার,ডার্ক শেডের প্যান কেক, ব্লাশার,ফেস পাউডার,আই শ্যাডো,ইত্যাদি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Comment policy
1.Dont bad comment
2.you can give inspire to us
3.Avoid the hegistation
4.please follow to us
5.Read and accept good think.
6.share and spread among friend and families
7.give new idea about beauty