মুখের মেকআপ করার সঠিক নিয়ম

         
                     
                       মুখের মেকআপ টিপস

 
মেকআপ সবাই জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।বিউটি পার্লারে সুন্দর মেকআপ সবাই পছন্দ করে।কোথায় কোন সময় কোন মেক-আপ ব্যবহার করবেন তা জানাতে এই প্লাটফর্ম তৈরী করা হয়েছে।একটা সুন্দর ও নিঁখুত মেকআপ আপনার সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে।মুখের মেকআপের জন্য শরীরের ধরনুযায়ী কনসিলার সাহায্য করে থাকে।


মেকআপের পূর্বে লক্ষণীয় বিষয়গুলো হলো 


♥মেকআপের পূর্বেই ত্বক পরিষ্কার করা উচিৎ 

শুষ্ক ত্বকে মেকআপ স্থায়ীতে সাহায্য করে না।
পূর্বেই ত্বক পরিষ্কার করা মেকআপ স্থায়ীতে সহায়তা করে থাকে।আপনি ত্বকের উপযোগী 
ক্লেনজার ব্যাবহার করুন। 

♥ত্বকে বরফের শীতলতা

এটি আপনাকে দারুণভাবে সাহায্য করে থাকে।
পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে সারা মুখে আলতো করে বুলিয়ে নিন। 

উপকারিতা 

.ত্বকে লাল লাল এবং ফোলাভাব দূর করতে সাহায্য করে।
.
মুখে ব্রণ থাকলে কিছুদিন পর নিমেষে উধাও হবে।

.লোমকূপ সঙ্কুচিত হয়ে তেল উৎপাদন কমবে। 

.মেকআপে একটা দারুণ বেস পেয়ে যাবেন আপনি!

♥প্রাইমার ব্যবহার করুন

ত্বকে ময়েশ্চারাইজার ব্যাবহারের পূর্বশর্ত হচ্ছে 
ফাউন্ডেশন না লাগিয়ে প্রথমে প্রাইমার লাগান। এটি অনেকক্ষণ স্থায়ী হয় এবং উজ্জ্বল দেখায়। 

♥ফাউন্ডেশন যাচাই করে নিন

ফাউন্ডেশন ব্যাবহারের পূর্বে প্রাইমারের ধরনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়াটা জরুরি।এটি মূলত আপনার উপর নির্ভর করে এবং আপনি কি করবেন?

আপনি যদি অয়েল বেসড প্রাইমার ব্যাবহার করেন তবে অয়েল বেসড ফাউন্ডেশনই লাগান।আর আপনি যদি ওয়াটার বেসড প্রাইমার ব্যাবহার করেন তবে আপনাকে  ফাউন্ডেশনও ওয়াটার বেইসড ব্যাবহার করতে হবে।

♥সেটিং পাউডার জরুরি

আপনাকে ট্রান্সলুসেন্ট বা টিন্টেড পাউডার দ্বারা ফাউন্ডেশন সেট করতেই হবে।এটি ব্যাবহারে প্রথমেই আপনাকে মুখের মধ্যে  গোলাকার ব্রাশ দিয়ে সামান্য কিছু পাউডার লাগিয়ে নিতে হবে।আপনি চায়লে ত্বকের ধরনুযায়ী মিলিয়ে সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন।

🤶আপনার মুখের ধরন অনুযায়ী মেকআপ


মুখের মেকআপ মূলত নির্ভর করে আপনার মুখের ধরনের উপর।মুখের গঠনের সাথে মিলিয়ে মেকআপ করা জরুরী বিষয়। 

👩গোলাকার মুখ

চোখের মেকআপ খুব গুরুত্বপূর্ণ এবং পাতলা দেখাতে সহায়তা করে থাকে।এক্ষেত্রে কন্টোরিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।এটি  কনসিলার এবং ফাউন্ডেশন উপায়ে সমাধান হয়ে থাকে। 

এরুপ আকৃতি মেয়েদের চোখে মোটা করে ডার্ক আই শ্যাডো ব্যবহার করা উচিৎ।ব্লাশ ব্যাবহারের সময়ে গালে কোণাকুণিভাবে স্ট্রোক ব্যাবহার করুন।কারণ এটি আপনাকে  স্লিম দেখায় এবং মুখের চিকন ব্রণ লুকিয়ে রাখে।

🙆চৌকা আকৃতি মুখ 

এরুপ আকৃতি মুখের কন্টোরিংয়ের জন্য ম্যাট শেড পছন্দ।স্কিনটোনের জন্য ১ বা ২ শেড ডার্ক দরকার হয়ে থাকে।মুখের অ্যাঙ্গেলগুলো কভার করতে আই মেকআপ করুন।

👼ডায়মন্ড শেপের মুখ

এই আকৃতি মুখের কন্টোরিং করার জন্য জ-লাইন (চোয়াল) এবং কপাল একটু চওড়া আর চিকবোন পাতলা করে দেখাতে হয়. 
ব্লাশ গুলো চিকবোনে ব্যাবহার করুন।

ডার্ক পিচ ও ব্রাউন শেড ব্লাশ পছন্দ করা উচিৎ।ম্যাট শেড লিপস্টিক ঠোঁট ভরাট করে ব্যাবহার করুন এবং দুই ভুরুর মাঝে ফাঁকা রাখুন।

👸ডিম্বাকৃতি মুখ

ডিম্বাকৃতি মুখ মেকআপের জন্য দারুণ এবং  অসাধারন।কন্টোরিং করা ইচ্ছার উপর নির্ভর করে এবং আপনি চিকবোন হাইলাইট করতে গাঢ় শেডের ব্লাশ ব্যাবহার করা উত্তম।চোখ সুন্দর দেখানোর জন্য ভুরুর স্বাভাবিক কার্ভ বজায় রাখুন.

💁হার্ট শেপের মুখ

হার্ট শেপ মুখের ক্ষেত্রে কপাল চওড়া হয় চিকবোন উঁচু হয় এবং থুতনি খুব পাতলা হয়।
১-২ শেড গাঢ় ফাউন্ডেশন ব্যাবহার করা উচিৎ।
চোখের মেকআপ দরকার নেই কিন্তু আই লাইনার সবসময় গাঢ় করে ব্যাবহার করবেন.

শরীরের ধরনুযায়ী মেকআপ 


👸শ্যামলা শরীরের রঙের জন্য মেকআপ

শ্যামলাকৃতি মুখের ফিচারগুলো ফুটে উঠা দরকার।আপনি প্রাইমারগুলো আপনার ন্যাচারাল কমপ্লেক্সনের সাথে ম্যাচ করে নেওয়া উচিৎ।কলা শেডের ফাউন্ডেশন এবং ব্রাউন শেড ব্যবহার করুন. 

🤶ফর্সা রঙের শরীরের জন্য মেকআপ

আপনার ফর্সা রঙে মেকআপ ও কন্টোরিংয়ের  দরকার নেই কিন্তুু ১ শেড ডার্ক মেকআপ করা উচিৎ।কারণ এটি ফ্যাটফ্যাটে সাদা থেকে রক্ষা করবে।কনসিলার গুলো স্কিনটোনের সাথে ম্যাচ করে ব্যবহার করুন.মুখে দাগ থাকলে ১ শেড কনসিলার এবং কম্প্যাক্ট ব্যাবহার করা উচিৎ। 

আই মেকআপ ব্রাইট করলে ন্যুড শেডের লিপস্টিক ব্যাবহার এবং ঠোঁটে লাল লিপস্টিক লাগালে আই শ্যাডোর ওয়ার্ম কালার ব্রাউন বা রংয়ের মধ্যে লাল ব্যাবহার করা উচিৎ।

কালো রঙের শরীরের জন্য মেকআপ

১ থেকে ২ শেডের ডার্ক মেকআপ করা উচিৎ।ঠোঁটে লাল লিপস্টিক এবং সিসি ক্রিম ব্যাবহার করতে পারবেন।এটি আপনার শরীরকে উজ্জ্বল দেখায়।

মেকআপ ব্যাবহারে সতর্কতা অবলম্বন 


.মেকআপ ব্যাবহারের পরে বারবার মুখে হাত দেবেন না। 

.মোবাইল ফোন ব্যবহার করার সময় এটি গালের সঙ্গে চেপে ধরবেন না। 

.আগুন থেকে দূরে থাকুন।

.বেশিক্ষণ রৌদ্রে থাকবেন না।

.শরীরে ঘাম তৈরি করা উচিৎ নয়।        

বিভিন্ন রংয়ের কনলিসারের ব্যাবহার পদ্ধতি 

👉কমলা রঙের কনলিসার 

ত্বকের কালো ছাপ এবং দাগ ঢাকতে কমলা রঙের কনলিসার ব্যাবহার করুন।এটি আপনার মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য সহায়তা করে থাকে।

👀পার্পল রঙের কনলিসার

আপনার ত্বকে ডার্ক সার্কল থাকলে সেই ক্ষেত্রে দাগ ঢাকতে ব্যবহার করতে পারেন পার্পল রঙের  কনসিলার।বেশির ভাগই মহিলারা এটি ব্যাবহার করে।বিশেষ করে গায়ের রং মাঝারি এরূপ মহিলারা পার্পল রঙের কনলিসার বেশি  ব্যাবহার করে থাকেন।

💗পিচ রঙের কনলিসার

আপনার ফর্সা ত্বকে চোখের কোণায় ডার্ক সার্কেল ঢাকতে পিচ রঙের কনলিসার ব্যবহার করতে পারেন।এক্ষেত্রে পিচ রঙের লিপস্টিকও আপনাকে সাহায্য করতে পারে। 

❤লাল রঙের কনলিসার

ত্বকের রংয়ের সাথে মিলিয়ে খুব হালকা করে লাল রংয়ের কনলিসার ব্যবহার করুন।

💚সবুজ রঙের কনলিসার

সবুজ রঙের কনলিসার আপনার ত্বকে ব্রণ এবং দাগ ঢেকে ফেলতে সাহায্যে করে।

💛হলুদ রঙের কনলিসার

যদি আপনার ত্বকে লালচে র‌্যাশ থাকে তাহলে হলুদ কনসিলার ব্যবহারে এটি ঢাকা উচিৎ।

👰বিয়ের জন্য মেকআপ 


বিয়ের জন্য মেকআপ খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
বিয়ে উপলক্ষে আত্মীয়-স্বজন নিমন্ত্রিত অতিথি এবং ফটোগ্রাফারের নজর থাকে কনের দিকে।
বিউটি পার্লারে বিভিন্ন ধরনের ব্রাইডাল প্যাকেজ আছে সেগুলোর মধ্যে একটা পছন্দ করুন।আপনি চায়লে বাসায় বসেও ব্রাইডাল মেকআপ করতে পারেন।

প্রথমে পছন্দ অনুযায়ী চুল বেঁধে নিন।এরপর ফাউন্ডেশন এবং লুজ পাউডার দিয়ে বেস করে করে নিন।যদি মুখে দাগ থাকে তাহলে কনসিলার ব্যাবহার করুন।আপনার শাড়ির রঙের সাথে মিল রেখে আই শ্যাডো সিলেক্ট করুন।আইলাইনার ব্যাবহার করতে কালো আইলাইনারই সুন্দর দেখাবে।আইল্যাশ ঘন দেখানোর জন্য নকল আইল্যাশ ব্যাবহার কর উচিৎ।এবার লিপলাইনার দিয়ে ঠোঁটের শেপ অনুযায়ী আউটলাইন তৈরী করে বাকি ঠোঁটে লিপস্টিক ব্যাবহার করুন।শাইনের জন্য লিপগ্লস ব্যাবহার করতে পারেন।

🙏মেকআপ করার সময়ে ভুলগুলো দূর করুন 


.ভুল ফাউন্ডেশন ব্যবহার করা পরিত্যাগ করা করা উচিৎ এবং আপনার স্কিনে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় এরূপ শেড পছন্দ করবেন।

.ভুলেও আই শ্যাডো আর লিপস্টিকে একই
রং ব্যাবহার করা উচিৎ নয়।স্মোকি-আইস করতে ন্যুড বা পিচ রঙের লিপস্টিক ব্যবহার করুন.

.কখনো ঠোঁটে সরাসরি লিপস্টিক ব্যবহার করবেন না।কারণ এতে আপনার ঠোঁট শুস্ক হয় এবং ফাটল ধরে।লিপস্টিক ব্যাবহারের পূর্বে ভ্যাসলিন ব্যাবহার করা উচিৎ।লিপলাইনার দিয়ে ঠোঁটের সাথে মিলিয়ে আউটলাইন করুন এবং লিপস্টিক ব্যবহার করুন।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Comment policy
1.Dont bad comment
2.you can give inspire to us
3.Avoid the hegistation
4.please follow to us
5.Read and accept good think.
6.share and spread among friend and families
7.give new idea about beauty

popular post

বিয়ের কসমেটিকস চেকলিস্ট বর ও কনে উভয়ের জন্য

মেকআপের জিনিসের নাম

চুলের খোপা বাঁধার ১০টি নতুন ডিজিটাল পারফেক্ট স্টাইল ছবি ও ভিডিওসহ!

লিপস্টিকের নাম এবং দাম

স্তন ঝুলে গেলে কি করবেন?