বিয়ের কসমেটিকস চেকলিস্ট বর ও কনে উভয়ের জন্য

বিয়ের কসমেটিকস

           ছবিঃ- বিয়ের কসমেটিকসের তালিকা    

বিয়ের অনুষ্ঠানে বর ও কণের কসমেটিকস লিস্ট পূর্ব বা আগে থেকেই তৈরি করে সেই কসমেটিকস গুলো ক্রয় করে রাখা উচিৎ।আর এটা ২ বা ৩ দিন আগে হতে পারে। তাহলে আর বিয়ের দিন সমস্যা তৈরি হবে না। কণের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন পরিধানের শাড়ি, সালোয়ার কামিজ ও লেহেঙ্গা কসমেটিকস, গহনা এবং অন্যান্য সব আইটেম তালিকা নিশ্চিত করতে হবে।আর বরের জন্য পরিধেয় বস্ত্রাদি যেমন শেরওয়ানি কিংবা কমপিস্নট সু্ট, প্রসাধনী, জুতো-স্যান্ডেল, এগুলো বরের ব্যক্তিত্ব ও পছন্দের সাথে মানানসই করে তালিকা প্রস্তুত করতে হবে।তাহলেই এ নিয়ে আর জটিলতা ও মান অভিমানের সৃষ্টি হবে না ঠিক নয় কি? 

কণের বিয়ের জন্য সাজসজ্জা পণ্যের তালিকা 

১।ব্যান্ডের লিপস্টিক ও লিপ লাইনার

২।ভালো নেইল পলিশ ও ফেস পাউডার

৩।দামী আইলাইনার ও মাসকারা

৪।আই শেডো বক্স এবং মেকআপ বক্স

৫।চুলের শাম্পু এবং কনডিশনার

৬।তেল ও সাবান বক্সসহ

৭। পাউডার এবং বক্স

৮।টুথ ব্রাশ ও টুথ পেস্ট

৯।আয়না ও চিরুনী

১০।রুমাল ৫ টি ও ২টি তোয়ালে

১১। কপালের টিপ,টিকলি ও সিন্দর 

১২। আইব্রু পেন্সিল ও কাজল

১৩।চুলের খোঁপা এবং ক্লিপ 

১৪।বডি স্প্রে ও লোশন 

১৫।গ্লিটার ও মেহেদি টিউব

১৬।রাখি এবং পারফিউম

১৭।সেফটিপিন (Golden & Silver) উভয় 

১৮।চুড়ি (glass, city gold)কিন্তুু দামী

১৯।নাকের নথ (city gold) ও পায়ের আলতা

২০।মাউথ ওয়াশ ও ফেসওয়াশ

২১। স্যান্ডেল ১ জোড়া 

২২।ওড়না ও থ্রি পিছ 

২৩।ময়েশ্চারাইজার ও লেডিস ঘড়ি

২৪।টোনার এবং কনসিলার 

২৫।চুলের জন্য কাপড়ের ফুল ও ফেস রিম

২৬।হেয়ার স্ট্রেটনার ও সান স্ক্রিন বডি লোশন

২৭।শাড়ি ৪টি  অথবা লেহেঙ্গা ১টি 

বেনারসি শাড়ি ১ টি ১ম,জামদানি শাড়ি ১টি ২য়, টাংগাইল শাড়ি ১টি ৩য়, নরমাল শাড়ি ১টি ৪ চতুর্থ এবং সুতি শাড়ি-২ টি মোট ৫টি শাড়ি 

২৮।অলিভ ওয়েল এবং ওরনামেন্ট ব্যাগ

২৯।হেয়ার ড্রায়ার ও নখ কাটার 

৩০।হেয়ার স্প্রে এবং মিস্ট

৩১।ক্যানডেল ও ফিতা

৩২।মেকআপ কটন ও রিমুভার

বরের বিয়ের জন্য সাজসজ্জা পণ্যের তালিকা

১।যে কোন রঙের শেরওয়ানি ১টি 

শেরওয়ানি ছাড়া বরকে যেন বরই মনে হয় না।আজকাল সকল বর শেরওয়ানি পরিধান করে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে যায়।কারণ এটি পড়লে বরকে দারুণ অসাধারন ও আকর্ষণীয় দেখায়।এখন সাধারণত অফ হোয়াইট, মেরুন, সোনালি এই তিন রঙের শেরওয়ানি পরিধান করছে ছেলেরা। এটা আপনার ইচ্ছা। 

২।রুমাল ২ টি 

বর সাজবেন আর পকেটে রুমাল থাকবে না। তাহলে তো বাংগালী বিয়ের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে।তাই ব্যাবহার করুন বা না করুন পকেটে রুমাল রাখুন।

৩।মানি ব্যাগ ও টাকা 

বিয়ের অনুষ্ঠানে বরের পকেটে অবশ্যই অবশ্যই টাকা থাকতে হবে। তা না হলে যে কোন সময় অপমান অপদস্ত হেয় তুচ্ছ হতে পারেন।

৪। জুতা এক জোড়া

ভালো ব্যান্ডের এক জোড়া জুতা পরিধান করতে হবে। তাই বিয়ের কেনাকাটার তালিকায় রাখুন। 

৫।পাগড়ি ১টি 

বিয়ে করবেন আর পাগড়ি মাথায় দিবেন না তা কি করে হয়।এটা অবশ্যই অবশ্যই রাখা উচিৎ। 

৬।পারফিউম 

ব্যান্ডের পারফিউম ক্রয় করে বিয়ের অনুষ্ঠানে ব্যাবহার করতে হবে। তাই কেনাকাটার তালিকায় রাখুন যে কোন ব্যান্ডের পারফিউম।

৭। চুজ পায়জামা 

এটা তো থাকবেই বিয়ের সাজের তালিকায়। 

পরিশেষে আপনি যদি বিয়ের এইসব জিনিস পত্র মাকেটে গিয়ে কিনতে ঝামেলা মনে করেন তাহলে ঘরে বসে অনলাইনে চাহিদা করুন। 


মন্তব্যসমূহ

popular post

মেকআপের জিনিসের নাম

চুলের খোপা বাঁধার ১০টি নতুন ডিজিটাল পারফেক্ট স্টাইল ছবি ও ভিডিওসহ!

লিপস্টিকের নাম এবং দাম

মুখের মেকআপ করার সঠিক নিয়ম

স্তন ঝুলে গেলে কি করবেন?