লিপস্টিকের নাম এবং দাম
লিপস্টিকের নাম এবং দাম
লিপস্টিক ব্যবহার সবাই পছন্দ করে থাকে।কারণ এটি আপনার সৌন্দর্যকে ফুটিয়ে তোলে এবং গর্জিয়াস দেখাতে সাহায্য করে থাকে।
কিন্ত কোন লিপস্টিকের কি নাম এবং কত টাকা দাম সেটা আমরা কেউ জানি না। এই ক্ষেএে আমাদের এই Best Beauty Tips প্লাটফর্মটি আপনাকে সাহায্য করে থাকে।মনে রাখা উচিৎ যে,লিপস্টিক শরীরের রংয়ের উপর নির্ভর করে এবং ভালো মানসম্মত লিপস্টিক
কিনতে হবে।
গোল্ডেন রোজ শেইড ইলেভেন
গোল্ডেন রোজ শেইড ইলেভেন ব্র্যান্ডটি আমাদের দেশে জনপ্রিয় এবং অ্যাফোর্ডেবল রেইঞ্জের।এটি সুন্দর ম্যাজেন্টা ধাঁচের পিংক শেইডের একটি লিপস্টিক।এই শেইডটি প্রায় সব রকম গায়ের রঙেই সাথেই ভীষণ সুন্দর করে মানিয়ে যায়। এটি আপনাকে ক্রিমি ফিনিশ দিবে এবং এটি না করতে চায়লে টিস্যু দিয়ে ব্লট করে নিবেন।বাংলাদেশী টাকার মধ্যে এটির মূল্য মাএ ৪৬০/- টাকা।
ম্যাক লিপস্টিক
আজকাল এটি বেশির ভাগই মেয়েরা ব্যাবহার করে থাকে এবং তাদের সৌন্দর্য বৃদ্ধি করে।
বিশেষ করে রেট্রো ম্যাট সিরিজের বুলেট লিপস্টিকগুলো তারা বেশি ব্যাবহার করে থাকে। কারণ এটি তাদের অনেক গর্জিয়াস দেখায়।তাছাড়াও এটির পরবর্তীতে আবার অনেকেই এইম ফর গর্জিয়াস ভীষণ পছন্দ করে থাকে। এটির মূল্য ২,০০০ টাকা।
ফার্মাসি ম্যাটটি হট রেড লিপস্টিক
এটি ব্যবহারের ফলে আপনার একটা সিল্কি ম্যাট লুক আসবে।সেন্সিটিভ ঠোঁটের জন্য এটি খুবই পারফেক্ট ময়েশ্চারাইজিং লিপস্টিক। এটি আপনাকে ক্র্যাকিং থেকে রক্ষা করে থাকে। বাংলাদেশী টাকায় বিক্রি হচ্ছে মাত্র ৫৫০ টাকা।
এইম ফর গর্জিয়াস বাবলগাম পিংক
মূলত এটি একটি সুন্দর বাবলগাম পিংক কালারের লিপস্টিক।ফর্সা এবং শ্যামলা রংয়ের মেয়েদের এটা খুব সুন্দর মানিয়ে যায়। এটি আপনাকে ক্রিমি টেক্সচারের ফিনিশ দিবে এবং আপনার ঠোঁটকে ওভারড্রাই থেকে রক্ষা করবে।এটি সাধারণত কালো রঙের প্যাকেজিং হয়ে থাকে।সম্ভবত বাংলাদেশি টাকায় এইসব লিপস্টিকগুলোর মূল্য ২,০৫০ টাকা হয় থাকে।
কালারপপ হাইবল
এটি আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য সহায়তা করে থাকে এবং অল্প খরচ করে কিনতে পারেন। মিষ্টি গোলাপি রঙের এই শেইডটা ফর্সা থেকে উজ্জ্বল শ্যামলা রঙের মেয়েদের সুন্দর মানিয়ে যাবে। বাংলাদেশি টাকায় এর দাম পড়বে ৮৫০/-।
ম্যাক অল ফায়ারড আপ লিপস্টিক
এটি সকল ধরনের রংয়ের মেয়েদের জন্য চমৎকার একটা লিপস্টিক।এটি একটি ডীপ হট পিংক শেইডের লিপস্টিক।বাংলাদেশি টাকায় এর দাম পড়বে ২,০৫০ টাকা থেকে ২,০৮০ টাকা।বাংলাদেশের সিনেমায় অভিনয়ের জন্য নায়িকাদের ঠৌটে এটি ব্যাবহার করে থাকে।
ব্ববি বোউন ব্লেজিং রেড
মূলত এটি একটি কোরাল টোনের লাল স্যাটিন ফিনিশের লিপস্টিক।এটি বিদেশি লিপস্টিক হওয়ায় এর দামম একটু বেশি। বাংলাদেশি টাকায় দাম পড়বে ৩,২০০/- টাকা।এই বিদেশি লিপস্টিকটি প্যাকেট হয়ে আসে এবং কালো প্যাকেজিং হয়ে থাকে।
মিলানি ম্যাট লিপ ক্রিম সুইটহার্ট
এটি একটি পিংক শেইডের লিপস্টিক এবং
ফুশিয়া ধাঁচের পিংক কালারের হয়ে থাকে।
অ্যাফোর্ডেবল রেইঞ্জের মধ্যে বেশ চলছে এখন।
এটা বাংলাদেশি টাকায় ১,০০০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে হয়ে থাকে।
ডাস্টি রোজ লিপ কালার
এটি আমেরিকা অভিনেত্রী জেসিকার সবচেয়ে বেশি প্রিয় এবং তিনি গত বছরের শীর্ষ জনপ্রিয় লিপ কালার ব্যবহারকারী।হলিউডের পুরোনো নায়িকাগণ এটি ব্যাবহার করতেন। বাংলাদেশেী টাকায় এটির মূল্য ১,৯৪০ টাকা থেকে ২০০০ টাকা হয়ে থাকে ।
ম্যাট ন্যুড কালার
জনপ্রিয় রিয়েলিটি টিভি স্টার কাইলি এই ম্যাট ন্যুড কালার লিপস্টিকগুলো ব্যাবহার করেন। তার নিজস্ব তিনটি ভার্সনের ন্যুড ব্রাউন কালারের লিপস্টিক রয়েছে। এর নাম ‘স্টিলা অল ডে, লিক্যুইড লিপস্টিক, ইন ডোলস’। এটি ক্রয় করার জন্য আপনার ১,৫০০ টাকা খরচ হবে।
এন ওয়াই এক্স সফট ম্যাট লিপ ক্রিম ইবিজা
গোলাপি রঙের লিপস্টিকগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি ভালো। আপনার ঠোঁটকে অতিরিক্ত ড্রাই থেকে রক্ষা করার জন্য এবং পর্যাপ্ত ময়েশ্চারাইজ পেতে এটি ব্যাবহার করা উচিৎ।বাংলাদেশী টাকায় এটির দাম ৭৫০/- টাকা।
বিভিন্ন ধরনের রংয়ের লিপস্টিক
মূলত লিপস্টিক বিভিন্ন ধরনের রঙের হয়ে থাকে। যেমনঃ- লাল,সাদা, নীল,বেগুনি, কমলা,হলুদ, ইত্যাদি। এর মধ্যে কিছু হালকা এবং গাঢ় রঙের হয়ে থাকে।
নীল রঙের লিপস্টিক
ম্যাক্সিকান অভিনেত্রী লুপিতা তার ঠোঁটে এটি ব্যাবহার করেন।তিনি ক্লাসিক ফ্রেঞ্চ ব্র্যান্ড ‘ল্যানকোম’-এর আইশ্যাডো ও লিপস্টিক ব্যবহার করেন। এটি ব্যাবহারে দুটি সুবিধা পাওয়া যায়।এটি ঠোঁটে লিপস্টিক এবং চোখে আই লাইনার ও আই শ্যাডো হিসেবে ব্যবহার করা যায়।সম্ভবত এটির মূল্য ২০৫০ টাকা।
ব্রাইট রেড কালার লিপস্টিক
এই ব্রাইট রেড কালার লিপস্টিকটি মূলত রেস্টলেস ব্র্যান্ডের। বিখ্যাত তারকা কেন্ডাল জেনার এটি ব্যাবহার করতেন। বাংলাদেশী টাকায় এটির মূল্য ২,৫০০ টাকা হতে পারে।
গোলাপি রঙের লিপস্টিক
গোলাপি রঙের লিপস্টিকগুলোর মধ্যে
সুন্দর একটা গোলাপির শেইড হলো এটা।
এই গোলাপি রঙের লিপস্টিকটি সব ধরণের স্কিন টোনের সাথেই বেশ মানিয়ে যায়। এটির মধ্যে লিকুইড ম্যাট আর সুন্দর ভ্যানিলা স্মেল আছে। এটা ব্যাবহারের পূর্বে অবশ্যই আপনাকে হালকা করে লিপবাম ব্যবহার করতে হবে। বাংলাদেশী টাকায় এর মূল্য ১,৪৫০/- টাকা।
তাহলে আর দেরি না করে আজই আপনার পছন্দের লিপস্টিক-টি কিনে ফেলুন, আর হয়ে উঠুন গর্জিয়াস! এই লিপস্টিক-গুলো এখন বাংলাদেশের বিভিন্ন অনলাইন পেইজ, বড় বড় কসমেটিক্সের দোকানসহ যমুনা ফিউচার পার্ক আর সীমান্ত স্কয়ারে অবস্থিত কসমেটিকের দোকানে পাওয়া যাচ্ছে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরা উপকার উপকৃত হতে পারে। ধন্যবাদ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Comment policy
1.Dont bad comment
2.you can give inspire to us
3.Avoid the hegistation
4.please follow to us
5.Read and accept good think.
6.share and spread among friend and families
7.give new idea about beauty