ঠোঁটের মেকআপ



  
                          ঠৌটের লিপস্টিক 

 ঠোঁটের মেকআপ


"মেকআপের সৌন্দর্য্য ঠোঁটেই অটুট "

সম্ভবত ৫০০০ বছর আগে প্রথম ব্যাবিলনে মেসোপটেমিয়ান নারীরা তাদের ঠোঁটে রঞ্জক পদার্থ ব্যবহার শুরু করেন।সকল বয়সের নারীরা লিপস্টিকের প্রতি দুর্বল থাকে। ব্র্যান্ডের বিভিন্ন ধরনের রংয়ের লিপস্টিক ব্যবহার নির্বাচন করা উচিৎ।আপনার স্কিনটোন এবং শেড অনুযায়ী লিপস্টিক ব্যবহার গুরুত্বপূর্ণ বিষয়।

কেন আপনি লিপস্টিক ব্যবহার করবেন?

অবশ্যই লিপস্টিক মেয়েদের মেকআপ বক্সে থাকবেই থাকবে. লিপস্টিক আপনার সাজ সম্পূর্ণ করে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য সহায়তা করে।প্রথমবার নিজের জন্য লিপস্টিক ক্রয়ের পূর্বে বিভিন্ন রংয়ের শেড ট্রাই করুন.

কেন আপনি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করবেন?


.সৌন্দর্য্য বৃদ্ধির জন্য।

.মেক-আপ সম্পূর্ণ করতে।

.পার্টিতে উপস্থিত হতে।

.নিজেকে সুন্দরী দেখাতে।

.পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে।

.ঠোঁটের পরি-সম্পূর্ণতা বৃদ্ধি করতে।

লিপস্টিক ক্রয়ের পূর্বে লক্ষনীয় বিষয়গুলো 


.স্কিন ও শেড অনুযায়ী লিপস্টিক ক্রয়ের পূর্বে 
ঠোঁটে ব্যাবহার করে পরিক্ষা করুন।

.অবশ্যই কসমেটিকস দোকানে টেস্টার দ্বারা পরিক্ষা করতে হবে। 

.লিপস্টিক ক্রয়ের পূর্বে দাম এবং স্হায়ী সময় দেখে নিবেন।

.অবশ্যই লক এবং ওপেন করে পরিক্ষা করতে হবে। 

.ব্র্যান্ডের বিভিন্ন ধরনের রংয়ের লিপস্টিক
নির্বাচন করা উচিৎ।

লিপস্টিক ব্যাবহারের পূর্বে লক্ষনীয় বিষয়গুলো

.আপনি জায়গা,সময়,বয়স,পেশা,পোশাক সবকিছু মিলিয়ে লিপস্টিক নির্বাচন করবেন। 

.ঠোঁটে ব্যাবহারের পূর্বে অবশ্যই টিস্যু পেপার দিয়ে লিপস্টিকটা মুছে নিবেন।

.অবশ্যই লিপ স্ক্রাব করে নিবেন।নইলে
ঠোঁটের মরা চামড়ার কারণে সমস্যা হবে।

.লিপস্টিকটা ব্যাবহারের পূর্বে অবশ্যই ঠোঁটে লিপ প্রাইমার এবং ফাউন্ডেশন ব্যাবহার করতে হবে।এতে করে কালারটা ভালোভাবে ফুটবে। 

.লিপস্টিক ব্যাবহারের পূর্বে অবশ্যই লিপজেল বা লিপবাম দিয়ে ঠোঁট ময়েশ্চারাইজড করে নিবেন।

.স্কিন অয়েলি মহিলারা যদি গ্লসি টাইপের লিপস্টিক ব্যবহার করেন তবে আপনাকে অবশ্যই ম্যাট বা সেমি ম্যাট লিপস্টিক ব্যবহার করা উচিৎ।

.লিপস্টিক ব্যাবহারের পূর্বে অবশ্যই ভ্যাসলিন  এবং লিপলাইনার দিয়ে ঠোঁটের সাথে মিলিয়ে আউটলাইন করে নিতে হবে।এরপর লিপস্টিক ব্যাবহার করতে হবে। 

.শুষ্ক ত্বকে ডিউয়ি বা গ্লোয়ি ভাব আনতে স্যাটিন এবং ক্রিমি ফর্মুলার ও গ্লসি লিপস্টিক নির্বাচন করুন।

স্কিনটোনের সাথে লিপস্টিক নির্বাচন কেন? 

Awesome বিউটি পার্লারের বিউটিশিয়ান নইস জে বেলি বলেন যে, প্রথমে আমি অন্যের দেখাদেখি লিপস্টিক নির্বাচন করে ব্যাবহার করতাম কিন্তুু আফসোস করেছি।কারণ শেড গুলো আমাকে স্যুট করত না। কিন্তু ওই শেড গুলো আমার বড় বোনকে দারুণ মানিয়ে যেত।

পরবর্তীতে আমি আমার নিজের স্কিন টোনুযায়ী লিপস্টিক নির্বাচন করে ব্যবহারের মাধ্যমে দারুণ স্যুট করে এবং আমার সৌন্দর্য বৃদ্ধি পায়।তাই নিজের স্কিনটোনুযায়ী ব্যাতিত লিপস্টিক নির্বাচন করা স্বভাব পরিত্যাগ করা উচিৎ।

আপনার স্কিন টোন নির্ণয় করবেন কিভাবে?

প্রথমেই আপনি নিজের ত্বকের আন্ডারটোনটি 
পরিক্ষা করুন।এটি করতে প্রাকৃতিক আলোতে হাতটা ওপরে তুলে ধরুন এবং হাতের কব্জির ভিতরের শিরা দেখার চেষ্টা করুন।আপনার শিরার রঙ নীল অথবা বেগুনি হলে আপনার স্কিন টোন কুল টাইপ হবে।আর যদি সবুজ হয় তাহলে আপনার স্কিন টোন ওয়ার্ম টাইপ। 

আপনি যদি ব্যাথ হোন তাহলে আপনার স্কিন টোন সাধারণ বা নিউট্রাল প্রকৃতির।আবার আপনাকে যদি রুপোর গয়নায় এবং লাল পোশাকে সৌন্দর্য দেখায় তাহলে আপনার কুল আন্ডারটোন। 

স্কিনটোন অনুযায়ী বিভিন্ন রংয়ের লিপস্টিক 

স্কিন টোনের সাথে মানানসই শেডটাই নির্বাচন করতে  হবে।কারণ ফেয়ার টু মিডিয়াম স্কিনে অরেঞ্জ কালার সুন্দর ফুটে উঠে কিন্তুু শ্যামলার স্কিন কমপ্লেকশনে সেটা বেশি কটকটে দেখায়।

চাপাকৃতি শরীরে ডীপ বেরি টাইপের কালার ভালো লাগে কিন্তু ফেয়ার স্কিনে বেশী ড্রামাটিক দেখায়।শ্যামলা ত্বকে যেই শেডটা ন্যাচারাল ন্যুড দেখায়।ফর্সা ত্বকে তা ব্রাউন কালার দেখায়।


শেড ও স্কিনটোন অনুযায়ী লিপস্টিক নির্বাচন


💄লাল রংয়ের বিভিন্ন শেডের লিপস্টিক 

ট্র্যাডিশনাল এবং ইভিনিং পার্টিতে লাল শেডের  লিপস্টিক ব্যবহার করা উচিৎ।কারণ এটি খুব সহজেই ম্যাচিং করে।উজ্জ্বল এবং শ্যামলা বর্ণের মেয়েরা নির্দ্বিধায় লাল রংয়ের বিভিন্ন শেডের লিপস্টিক ব্যবহার করতে পারেন।

কুল আন্ডারটোন স্কিন 

ব্রাইট রেড, অরেঞ্জ রেড, সিঁদুর লাল, নিওন অরেঞ্জ এগুলো কুল আন্ডারটোনের জন্য দারুণ
দেখায়।ফর্সা স্কিনের অধিকারী হলে চোখ বুজে এই শেডগুলো বেছে নিতে পারেন। মিডিয়াম টোনের সাথে টমেটো রেড, চাপা বা শ্যামলা রঙের সাথে গাঢ় লাল বা ব্লাড রেড, মেরুন রেড রঙের লিপস্টিক খুব ভালো মানায়। স্কিনটোন অনুযায়ী লিপস্টিক বাছাই করে নিলে দেখতে খুবই ভালো মানাবে।

🧠গোলাপি রংয়ের বিভিন্ন শেডের লিপস্টিক

পিঙ্ক কালারের প্রতি মেয়েদের দারুণ এবং অসাধারণ একটা আকর্ষণ আছে। বেবি  পিঙ্ক লাইট পিঙ্ক, কটনক্যান্ডি পিঙ্ক এগুলো ফেয়ার স্কিনে সবচেয়ে ভালো দেখায়।হট পিঙ্ক আর ফুশিয়া কালারটা উজ্জ্বল শ্যামলাদের জন্য গুড অপশন।

টেণ্ড স্কিন

রোজি বা ডাস্টি পিঙ্ক, কোরাল, পীচ, ম্যাজেন্টা খুব ভালো লাগে। আর শ্যাম বর্ণের হলে ডীপ শেডের কালার বেছে নিন, যেমন- ওয়াইন, ডার্ক ম্যাজেন্টা, পাম (গাঢ় জাম রং) কিংবা ক্যানবেরি। 

ব্রাউনের রংয়ের বিভিন্ন শেডের লিপস্টিক

পার্টিতে উপস্থিত হতে এবং রেগ্যুলার গো-টু শেডে ব্রাউন কালারের লিপস্টিক পছন্দ করুন।

ওয়ার্ম আন্ডারটোন স্কিন

এক্ষেত্রে মভ, কফি ব্রাউন, ওয়ার্ম ব্রাউন এই শেডগুলো বেশি সুন্দর এবং গর্জিয়াস দেখায়।
আবার ফেয়ার স্কিনের জন্য ন্যুড ব্রাউন, লাইট ব্রাউন এগুলো সুন্দর দেখাবে।

ন্যুড কালার শেডের লিপস্টিক

পারফেক্ট শেডের ন্যুড লিপস্টিক ডিউয়ি  মেকআপে দারুণভাবে ফুটিয়ে তোলে।স্মোকি আইলুকের জন্য আপনি রোজি-পিঙ্ক ন্যুড, ন্যাচারাল ন্যুড,বেইজ এগুলো পছন্দ করুন।

মিডিয়াম টোন স্কিন

মিডিয়াম টোন স্কিনের জন্য আপনি ন্যুড ব্রাউন, কোরাল ন্যুড, কেরামেল ন্যুড এগুলো নিয়মিত 
ব্যবহার করুন।আর আপনি ফর্সা হলে লাইট, ট্যান, পীচ-ন্যুডের এই শেডগুলো খুব সহজেই ব্যাবহার করতে পারেন। 

কেন সময় অনুযায়ী লিপস্টিক নির্বাচন?


কলেজে যাওয়ার সময় হালকা পিঙ্ক শেডের লিপস্টিক ব্যবহার করুন।অফিসের মিটিংয়ে ম্যাট ও সেমিম্যাট লিপস্টিক ব্যবহার করা উচিৎ।বিয়ের অনুষ্ঠানে চেরি রঙের লিপস্টিক ব্যবহার করুন।তাছাড়াও ন্যুড শেডের লিপস্টিক ব্যবহার করা উচিৎ।

লিপস্টিক ব্যাবহারের পরে লক্ষনীয় বিষয়গুলো


আপনার ঠোঁটে লিপস্টিক ব্যবহারের পরে তা বেশিক্ষণ কার্যকরীভাবে স্হায়ী করা উচিৎ।লিপস্টিক ব্যবহারের কিছুক্ষন পরেই অর্ধেক গায়েব হয়ে যেতে পারে।আপনার দাঁতে স্পর্শ করে বিস্যি দেখাতে পারে।তাই আপনি অবশ্যই 
ঠোঁটে ভালো লিপস্টিক ব্যবহার করবেন।

দাঁতে লিপস্টিক স্পর্শ হলে করণীয়

এটি সৌন্দর্য্য নষ্ট করে এবং আপনাকে যন্ত্রণা দেয়।লিপস্টিক ব্যাবহারের পরে আপনার ঠোঁটগুলি 'ও'আকারে ভাঁজ করুন এবং আপনার মুখে একটি আঙুল দিয়ে ঠোঁট টিপুন। আস্তে আস্তে আপনার আঙুলটি বের করুন। আপনি যদি অত্যাধিক লিপস্টিক দিয়ে থাকেন তবে তা আঙ্গুলে লেগে বেরিয়ে আসবে। দাঁতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। 

আপনার ঠোঁট থেকে অতিরিক্ত লিপস্টিক মোছার জন্য একটি টিস্যু পেপার নিয়ে ঠোঁটে রাখুন এবং ব্রাশ দিয়ে তার উপর হালকা পাউডার লাগান। এটি সহজেই অতিরিক্ত লিপস্টিকটি সরিয়ে ফেলবে এবং আপনাকে দেবে একটি নিঁখুত সৌন্দর্য।ঠোঁটের মেকআপে ন্যাচারাল ব্যাবহার করলে ভালো দেখাবে। আপনার শরীরের রংনুযায়ী পার্টি মেকআপে অবশ্যই উজ্জ্বল লিপস্টিক ব্যবহার করবেন। 

মন্তব্যসমূহ

popular post

বিয়ের কসমেটিকস চেকলিস্ট বর ও কনে উভয়ের জন্য

মেকআপের জিনিসের নাম

চুলের খোপা বাঁধার ১০টি নতুন ডিজিটাল পারফেক্ট স্টাইল ছবি ও ভিডিওসহ!

লিপস্টিকের নাম এবং দাম

মুখের মেকআপ করার সঠিক নিয়ম

স্তন ঝুলে গেলে কি করবেন?