চোখের মেকআপ তোলার সঠিক নিয়ম...

চোখের মেকআপ তুলার সঠিক নিয়ম 

আমি দিয়া মনি বিয়ের পার্টিতে উপস্থিত হতে চোখের মেকআপ করেছিলাম।কিন্তু মেকআপ তোলার সহজ উপায় খুঁজে পাচ্ছি না।এখন চোখের মেকআপগুলো তুলবো কিভাবে? ঘরে বসে মাএ ৫ মিনিটেই মেকাপ তুলুন !এই প্লাটফর্মে আপনি মেকআপ তোলার সহজ পদ্ধতি জানুন।


প্রথমেই আপনি ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিন।তারপর মেকাপ রিমুভার দিয়ে মেকাপ তোলার চেষ্টা করুন।এটাই মেকআপ তোলার সবচেয়ে কার্যকরী পদ্ধতি।


একটু তুলা নিয়ে এতে মেকাপ রিমুভিং লোশন নিন এবং ধীরে ধীরে মুখে লাগিয়ে নিন। তারপর আরেকটি আলাদা এক টুকরো তুলো দিয়ে মাসাজ করে করে মুখের মেকাপ তুলে ফেলুন।


আমার চোখের মেকাপ তোলার জন্য হাতের কাছে আলাদা করে আই মেকাপ রিমুভার নেই কি করবো? সেই ক্ষেত্রে আপনি ভ্যাসলিন বা অন্য কোন পেট্রোলিয়াম জেলি তুলোতে নিয়ে চোখের মেকাপ তুলে নিতে পারেন।



রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই ফেয়াস মুখ ধুয়ে নিন এবং নিশ্চিত হন যে মুখে আর কোনো মেকাপ নেই। কারণ মেকাপের ক্রিম আপনার ত্বক নষ্ট করে দেয় এবং মুখে ব্রণ, অ্যালার্জি থেকে শুরু করে পিগমেন্টেশন তৈরি করে দিতে পারে।


চোখের মেকআপ তুলতে অলিভ অয়েলের জুড়ি নেই। তাই আপনার চোখের মেকআপ  তুলতে অলিভ তেল (Olive Oil) বা আমন্ড তেল (Almond Oil) ব্যবহার করুন।আপনি চায়লে আন্ডার আই ক্রিম (Under Eye Cream) ব্যবহার করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞতা সম্পুর্ন স্কিন বিশেষজ্ঞের মতামত নিতে হবে ।


মুখের মেকআপ তোলার পর অত্যাবশ্যক করণীয় কাজগুলো হলোঃ-


মেকাপ তোলার পর আপনার মুখের ত্বকে অবশ্যই টোনার ব্যবহার করবেন।তবে টোনার ব্যাবহারের সময় লক্ষ রাখবেন টোনারটি যাতে অবশ্যই  আপনার ত্বকের উপযোগী হয়। বিশেষত যাদের শুষ্ক ত্বক তাদের জন্য টোনার খুবই গুরুত্বপূর্ণ। হাতের কাছে টোনার না থাকলে এর পরিবর্তে শসার রসে মধু মিশিয়েও ব্যাবহার করতে পারেন।


চোখের মেকআপ তোলার পরে চোখের চারপাশে আইক্রিম মাসাজ করে নিন। এটি আপনার চোখের চারপাশের ত্বককে কালো ছাপ এবং ভাঁজ পড়ে যাওয়া থেকে রক্ষা করবে।


পরিশেষে ভালো হয় যদি রাতে কোনো ক্রিম ব্যবহার না করেন। আর যদি আপনি করতে চান তবে শুধু রাতের ব্যবহারযোগ্য ক্রিম অথবা আপনার মুখে ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার ক্রিম  মাসাজ করুন।


মন্তব্যসমূহ

popular post

বিয়ের কসমেটিকস চেকলিস্ট বর ও কনে উভয়ের জন্য

মেকআপের জিনিসের নাম

চুলের খোপা বাঁধার ১০টি নতুন ডিজিটাল পারফেক্ট স্টাইল ছবি ও ভিডিওসহ!

লিপস্টিকের নাম এবং দাম

মুখের মেকআপ করার সঠিক নিয়ম

স্তন ঝুলে গেলে কি করবেন?