গায়ে হলুদের পার্টিতে সাজের নতুন নিয়ম জানা আছে?
গায়ে হলুদের পার্টিতে সাজের নতুন নিয়ম জানা আছে?
এই আর্টিকেলটি পড়লে আপনি যে বিষয়গুলো জানতে পারবেন।
১।গায়ে হলুদের পার্টিতে বরের সাজ এবং স্টেজ কেমন তৈরি করা উচিৎ।
২।গায়ে হলুদের অনুষ্ঠানে কণের সাজ।
৩।গায়ে হলুদের পার্টিতে উপস্থিত মেয়েদের শাড়ি পরিধান করলে কেমন সাজ হবে।
৪।গায়ে হলুদের পার্টিতে উপস্থিত মেয়েদের থ্রি পিস পরিধান করলে কেমন সাজ হবে ইত্যাদি।
আজকাল বিয়ের অনুষ্ঠানের পরিবর্তে গায়ে হলুদের অনুষ্ঠানে সবচেয়ে বেশি আনন্দ হয়ে থাকে। কারণ কনে এবং বরের গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিগনের সাজগুজ, গান-বাজনা ও নাচ, ভিডিও,ছবি তোলা ইত্যাদি বিষয়গুলো গায়ে হলুদের পার্টি বা অনুষ্ঠানকে আরও জাঁকজমকপূর্ণ প্রদর্শন করে থাকে। এই দিনে বিশেষ করে মেয়েরা সাজ নিয়ে ব্যাস্তু সময় কাটায়। কে কত সুন্দর করে এবং ভালোভাবে সেজে গায়ে হলুদের পার্টিতে উপস্থিত হতে পারে তার একটা প্রতিযোগিতা পড়ে যায়। যে যত বেশি করে সাজে সে তত প্রশংসিত হয়ে থাকে। এই আটিকেলটি আপনার গায়ে হলুদের পার্টিতে সাজের নতুন কিছু নিয়ম জানাতে সাহায্য করে থাকে।
শাড়িতে গায়ে হলুদের পার্টিতে সাজ
অনেক মেয়েরা গায়ে হলুদের পার্টিতে সাজের জন্য শাড়ী পরিধান করে। কিন্ত তারা শাড়ী পরিধান করার সঠিক নিয়ম জানেন না।টাঙ্গাইল,সিল্ক, কোটা, তাঁত বা জামদানি শাড়ি কনের গায়ে হলুদের পার্টিতে পরিধান করলে অথবা কনে নিজে পরিধান করলে হাফ সিল্কের এক রঙা শাড়ি কোমরে বিছা জড়িয়ে পড়ুন।অথবা বাঙালিয়ানার ধাঁচেও পরতে পারেন। আবার কুঁচি বা আঁচল নিয়েও ভাবতে পারেন।
বাঙালিয়ানায় শাড়ি পরিধান
আপনি যদি বাঙালিয়ানায় শাড়ি পরিধান করেন তবে শাড়ির আঁচল পেছনে রাখার পরিবর্তে সামনে রাখতে হবে। হাফ সিল্ক, তসর, কাতানের শাড়ির সঙ্গে কোমরে বিছা জড়িয়ে পরা ভালো। কারণ এতে আপনাকে সুন্দর দেখাবে। তবে আপনাকে অবশ্যই গহনা একটু ভারী পরতে হবে।ঠৌটে শাড়ির সাথে মিলিয়ে লিপস্টিক ব্যবহার করা উচিৎ।
আঁচল টেনে ঘোমটা দিয়ে শাড়ি পরিধান
যদি বউ সাজ গো আরও সুন্দর লাগবে গো।
আঁচল টেনে কুঁচি দিয়ে শাড়ি পরে ঘোমটা দিতে পারেন।তবে আপনাকে অবশ্যই ফুলের সঙ্গে পুঁতি বা ধাতবের মিশ্রণে তৈরি গয়না পরিধান করতে হবে। এটি সচরাচর চোখে পড়ে না।কিন্তু গামের মেয়েরা এটা বেশি করে সাজে।
লেহেঙ্গার মতো শাড়ি পরিধান
আপনি চায়লে ব্লাউজ ওপরে দিয়ে কটির মতো করেও শাড়ি পরিধান করতে পারবেন। এতে করে আপনার শাড়িটা লেহেঙ্গার মতো দেখাবে।
শাড়ির আঁচল একপাশে অথবা পিছনে রাখতে পারেন।তবে এই ক্ষেত্রে আপনাকে মখমলের কাপড় দিয়ে জমকালো ব্লাউজ তৈরি করে নিতে হবে। শাড়ির আঁচল পেছন থেকে সামনে এনেও রাখতে পারেন। এ ক্ষেত্রে ব্লাউজ হতে হবে জমকালো। মখমলের কাপড় দিয়েও তৈরি করতে পারেন ব্লাউজ।আজকাল কনেরা শাড়ির রঙের সঙ্গে কনট্রাস্ট (বিপরীত রং) রেখেও ব্লাউজ পরিধান করেন।
বিভিন্ন পদ্ধতিতে শাড়ি পরিধান
আপনি চায়লে বিভিন্ন ধরনের পদ্ধতিতে শাড়ি পরিধান করে গায়ে হলুদের পার্টিতে উপস্থিত হতে পারেন।তবে আপনাকে অবশ্যই গহনা ব্যাবহার বা পরিধান করতে হবে। কারণ গহনা ছাড়া শাড়ির সাজ ভালো লাগে না।
থ্রি পিসে গায়ে হলুদের পার্টিতে সাজ
আজকাল অনেকেই থ্রি পিসে পরিধান করে করে গায়ে হলুদের পার্টিতে উপস্থিত হোন।কিন্তু তারা জানেনই না যে কেমন থ্রি পিস পরিধান
করতে হবে এবং কোন ধরনের গহনা ভালো দেখাবে।আপনি যদি শ্যামলা চেহারার হয়ে থাকেন তাহলে মিষ্টি গোলাপি রঙের থ্রি পিস পরিধান করাবেন। আর যদি ফসা হয়ে থাকেন। তাহলে হালকা লাল রংয়ের থ্রি পিস পরিধান করাবেন। এতে আপনার সৌন্দর্য বৃদ্ধি পায়। থ্রি পিসের রংয়ের উপর নির্ভর করে ঠৌটে ওই রংয়ের লিপস্টিক ব্যবহার করা উচিৎ।
গায়ে হলুদের পার্টিতে বরের সাজ এবং স্টেজ কেমন তৈরি করা উচিৎ।
বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় বরের এবং কণের গায়ে হলুদের অনুষ্ঠানের মাধ্যমে।তাই দুজনেই ভালোভাবে সাজতে চায়।কারণ সবার নজর থাকে তাদের দিকে।
গায়ে হলুদের পার্টিতে বরের সাজ
গায়ে হলুদের অনুষ্ঠানে সাধারণত বরকে পাঞ্জাবি, সুতি, সিল্ক অথবা হাফ সিল্কের কাপড় পরিধান করতে দেখা যায়। গায়ে হলুদের অনুষ্ঠানে বরের হলুদ, সোনালি, লাল কিংবা সাদা পাঞ্জাবি পরিধান করা উচিৎ। কারণ এগুলোতে বরকে দারুণ ও অসাধারন দেখায়। পাঞ্জাবির সঙ্গে মিল রেখে হাতে পরতে পারেন বানানো পাগড়ী ও ওড়না। তবে বর-কনের পোশাক অবশ্যই তাদের গায়ের রঙের মিলিয়ে কিনতে হবে। বিভিন্ন দোকানে কিনতে পাবেন।
গায়ে হলুদের পার্টিতে বরের স্টেজ
গায়ে হলুদের পার্টিতে বরের স্টেজ ছাড়া গায়ে হলুদের পার্টি যেন অসম্পুর্ণই থেকে যায়। আপনাকে অবশ্যই গায়ে হলুদের স্টেজ বাহারি রঙের ফুলের সমাহার দিয়ে সাজাতে হবে।এখন সবচেয়ে বেশি সাটিন কাপড়, নেট, ফুলের পাশাপাশি শোলা এবং মরিচা বাতি দিয়েও স্টেজের ডেকোরেশন করা হচ্ছে।আপনি চায়লে বিভিন্ন কারণে কালার লাইট ব্যাবহার করতে পারেন।আপনার হলুদের স্টেজ কেমন তৈরি করা উচিৎ তা আগেই পরিকল্পনা করে নিতে হবে। এতে আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন।
গায়ে হলুদের পার্টিতে কণের সাজ
এখন বেশির ভাগই গায়ে হলুদের অনুষ্ঠানে কণের সাজে লাল, সবুজ, খয়েরি থেকে শুরু করে সাদা শাড়ি পরিধান করতে দেখা যায়।
সাধারণত গায়ে হলুদে কনেদের পছন্দ করে টাঙ্গাইলের সুতি শাড়ি, হাফ সিল্ক, সিল্ক কাতান বা জামদানি শাড়ি। তবে হালকা কাজের শাড়ি গায়ে হলুদের জন্য বেশি মানানসই। বাঙালি সাজে শাড়ি পরলে অসাধারণ লাগবে তাদের। সাম্প্রতিক ট্রেন্ড হিসেবে কনে পক্ষের মেয়েরা একই ডিজাইনের শাড়ি পরতে পছন্দ করেন।
এসব শাড়ি কিনে নিজেদের মতো করে ব্লক প্রিন্টের ডিজাইন করে নিতে পারেন। এক কাপড়ে সবাইকে লাগবে চমৎকার সুন্দরী। তারা আসল ফুলের গহনার পরিবর্তে কাগজের অথবা প্লাস্টিকের ফুলের গহনাও ব্যাবহার করিতেছেন।আপনি যদি ফ্যাশন করতে পছন্দ করেন তাহলে ফ্যাশনের জন্য মেটালের গহনার উপর ফুলের গহনা পরিধান করতে পারবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Comment policy
1.Dont bad comment
2.you can give inspire to us
3.Avoid the hegistation
4.please follow to us
5.Read and accept good think.
6.share and spread among friend and families
7.give new idea about beauty