হাত ও পা উজ্জ্বল করার ৮ টি সঠিক উপায়
হাত ও পা উজ্জ্বল করার ৮ টি সঠিক উপায়
যাদের ত্বক একটু কালো বা শ্যামলা তারা তা উজ্জ্বল করার জন্য কত কিছু করে থাকে।
বেশির ভাগই পুরুষ এবং মহিলা ইন্টারনেটে
হাত,পা,গলা উজ্জ্বল করার উপায় খুঁজে থাকে। তাছাড়াও তারা বাজার থেকে কেমিক্যাল মিশানো ভেজাল ত্বক উজ্জল করার ক্রিম ক্রয় করে ব্যাবহার করে। অথচ তারা জানে না যে ঘরে বসে হাত,পা,গলার উজ্জ্বলতা বৃদ্ধি করা
যাবে।প্রাকৃতিক উপায়ে উজ্জ্বলতা বৃদ্ধি করতে আমাদের ওয়েবসাইটের এই আটিকেলটি অবশ্যই পড়ুন এখানে কিছু দুর্দান্ত উপায় রয়েছে। যেগুলো সত্যি অসাধারণ এবং কার্যকরী ও আপনাকে সাহায্য করে থাকে।
হাতের কালো দাগ দূর করা উচিৎ
রৌদ্রময় দিনগুলোর মধ্যে বিশেষ নজর রাখুন ও সতর্কতা অবলম্বন করুন। কারণ রৌদ্রের আলোর জন্য আপনার হাত কালো হয়ে যেতে পারে। যদি এরূপ হয়েই যায়। তাহলে আপনি বাসায় এসে হাত ভালোভাবে পরিস্কার করে তারপর টক দই ব্যাবহার করবেন।এর ফলে আপনার রোদে পুড়া বা কালোভাব দূর হবে।
পা এবং ঘাড়ের রোদের পোড়া দাগ দূর করুন
আপনি রৌদ্রময় সময় ঘুরাঘুরির ফলে আপনার
পা এবং ঘাড়ের মধ্যে কালো দাগ পড়ে যায়।
তাই বাহির থেকে এসে পা এবং ঘাড়ে টক দই লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলুন। ফলে আপনার রোদে পুড়ে যাওয়া দাগ দূর হবে।
ত্বকের শুষ্কতা প্রতিরোধ করতে হবে
বিভিন্ন কারণে আপনার ত্বক শুষ্ক হয়ে যায়।ফলে আপনার হাত ও পা কালো দেখায়। তাই যাদের স্কিন শুষ্ক তারা গরম হোক আর শীত হোক ১২ মাস হাতে এবং পায়ে ভেসলিন ব্যাবহার করবেন। কিছুদিন পর লক্ষ করবেন হাত, পা অনেক কোমল, আগের থেকে অল্প হলেও কালচে ভাবটা কমেছে।
দৈনিক গোসলের পূর্বে ম্যাসাজ করুন
ভিটামিন ই লিকুইড, ১ চামচ লেবুর রস, ১ চামচ গ্লিসারিন এবং ৫ চামচ কাঁচা দুধ দিয়ে হাত, পা ম্যাসাজ করুন। ফলে এক সপ্তাহের মধ্যে আপনার হাত, পা উজ্জ্বল হবে।
বাদাম এবং এলভেরা জেল ব্যাবহার করুন
প্রথমমেই ১ চামচ ভিটামিন সি, বাদাম তেল ১ চামচ, এলভেরা জেল ১ চামচ ভালোভাবে মিশিয়ে হাত এবং পায়ে ব্যাবহার করুন। আর আপনি যদি রৌদ্রময় সময়ে বাহিরে যান। তাহলে ত্বকে সানস্ক্রিন ক্রিম লাগাতে ভুলবেন না যেন।এতে আপনার হাত পা ফর্সা হবে।
স্ক্রাব করা উচিৎ
প্রতিদিন হাত এবং পা গোসল করার সময় স্ক্রাব করবেন। আপনার গোসলের পর ভারী ক্রিম অথবা ভেসলিন ব্যাবহার করা উচিৎ। শশার রস ও গোলাপজলের সাথে ভালোভাবে গ্লিসারিন মিশিয়ে হাতে পায়ে ব্যাবহার করতে হবে ।ফলে আপনার হাত পায়ের কালচে দাগ দূর হবে । তাছাড়াও আপনি ১ চামচ চন্দন,১ চামচ, মুলতানি মাটি, ১ চামচ হলুদ বাটা,১ চামচ মধু ,এবং ১ চামচ গুঁড়ো দুধ ভালোভাবে নিয়মিত মিশিয়ে সপ্তাহে ৩ দিন আপনার হাত পায়ে ব্যাবহার করুন। আর ১ মাসে ফলাফল দেখুন।
কমপক্ষে একবার পেডিকিউর ও মেনিকিউর করানো উচিৎ
প্রতি সপ্তাহে ২ বার যদি সম্ভব না হয়। তাহলে
কমপক্ষে একবার পেডিকিউর ও মেনিকিউর করানো উচিৎ । পার্লার যাওয়ার সময় নেই??
ঘরে বসে প্রাকৃতিক উপায়ে তৈরি করুন পেডিকিউর এবং মেনিকিউর!!!!প্রথমে গরম পানিতে লেবুর রস ,পরিমাণ মত লবণ (সম্ভব হলে সি স্লট), ও mild শ্যাম্পু ভালো করে মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন।তারপর এর মধ্যে হাত ও পা ভিজিয়ে রেখে পেডিকিউর, মেনিকিউর সেট দিয়ে হাত ও পায়ের ময়লা পরিষ্কার করে নিন। এবার হাত ও পা স্ক্রাব করে নিন এবং যে কোন একটি ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করুন। ব্যাস হয়ে গেলো পেডিকিউর, মেনিকিউর।
ঘাড় কালো দাগ দূর করতে হবে
আপনার ঘাড় যদি কালো হয়ে থাকে তাহলে ১ চামচ উপটান, ৬ চামচ কাঁচা দুধ, আধা চামচ হলুদ বাটা দিয়ে প্যাক তৈরি করে নিয়মিত ঘাড়ে ব্যাবহার করুন। ফলে আপনার ঘাড়ের কালচে ভাব দূর হবে।তাছাড়াও আপনি উপটান আর গোলাপজল দিয়ে প্যাক তৈরি করে ১৫ মিনিট সময় ধরে ত্বকে ব্যাবহার করুন তারপর ধুয়ে ফেলুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Comment policy
1.Dont bad comment
2.you can give inspire to us
3.Avoid the hegistation
4.please follow to us
5.Read and accept good think.
6.share and spread among friend and families
7.give new idea about beauty