বিয়ের মেকআপ করার সহজ উপায়
বিয়ের মেকআপ করার সহজ উপায়
ছবিঃ- বিয়ের মেকআপবিয়ের অনুষ্ঠানে কণের মেকআপটা কেমন হবে এবং কোন বিউটি পার্লার থেকে মেকআপ করালে ভালো হয়। মেকআপ করার পরে কি আমাকে খুব বেশি সুন্দরী দেখাবে কি-না ইত্যাদি বিষয় নিয়ে কণে এবং বাড়ির লোকজন জল্পনা কল্পনা ও চিন্তিত থাকেন। ব্রাইডাল মেকআপ আর্টিস্টগণ তাদের এইসব স্বপ্ন পূরণ করতে সাহায্য করে থাকে।এই প্লাটফর্মে আপনি বিয়ের অনুষ্ঠানে কণের কি ধরনের মেকআপ করা উচিৎ এবং মেকআপ করার সহজ উপায় গুলো জানতে পারবেন।এই আর্টিকেলটি তার উপর নির্ভর করেই প্রকাশিত।এই লেখাটি পড়লে আপনি বাসায় বসে বিউটি পার্লারের সাজকে হার মানিয়ে দিতে পারবেন।
অবশ্যই পূর্বেই মেকআপ লুক পছন্দ করবেন
বিয়ের মেকআপ করার পূর্বে অবশ্যই মেকআপ লুক আপনার পছন্দ করে নেওয়া উচিৎ।বিভিন্ন ধরনের মেকআপ লুক রয়েছে। যেমনঃ- বাঙালি লুক, যোধা লুক, ইন্ডিয়ান লুক,এশিয়া লুক ইত্যাদি। তাই আপনাকে আগেই ঠিক করে নিতে হবে যে বিয়ের রাতে আপনি নিজেকে কোন রূপে দেখতে চান।ইন্টারনেটে সার্চ করে দেখে নিন ঠিক কি ধরনের লুক আপনার পছন্দ।
আপনার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করা উচিৎ
বিয়ের কমপক্ষে ১ সপ্তাহ পূর্ব মুহূর্ত থেকে আপনার ত্বকের বাড়তি বা অতিরিক্ত যত্ন নিন।
নিয়মিত ময়েশ্চারাইজার ফেসিয়াল,নাইট ক্রিম ওয়াক্সিং,ব্লিচ,ত্বকে ব্যাবহার করুন।যদি আপনার হাতে সময় না থাকে তাহলে বিউটি পার্লারে গিয়ে যত্ন নেওয়ার কাজটি সেরে নিন।
মেকআপ করা শুরু করুন
বিয়ের দিন মেকআপ করার পূর্বে অবশ্যই ভালো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে আপনার ত্বক স্ক্রাবারের সাহায্যে এক্সফোলিয়েট করে নিবেন।
তারপর আপনার মুখে ময়েশ্চারাইজার ভালো করে লাগিয়ে নিয়ে ১০ মিনিট সময় ধরে অপেক্ষা করে মেকআপ শুরু করবেন।খেয়াল রাখুন যেন মেকআপটা আপনার ত্বকের উপযোগী হয় এবং আপনাকে অবশ্যই একজন সুন্দরী বধুর মত দেখায়।কারণ সেই দিন সবার নজর থাকবে আপনার দিকে। সবাই যেন আপনাকে দেখে আশ্চর্য ও অবাক হয়ে যায় এবং বলে ওয়াউ,নাইচ,আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ে। আর আপনিও গববোধ করতে পারেন।এটা যেন স্মৃতি হয়ে থাকে।
প্রাইমারের সঠিক প্রয়োগ করা উচিৎ
আপনি যদি মেকআপের সময় প্রাইমারের সঠিক প্রয়োগ না করতে পারেন তাহলে আপনার মেকআপটি ঠিক মত বসবে না।কারণ আপনার মুখের অসমান সারফেস,হালকা রিংকেল,চোখের নিচের অংশে কালো দাগ ইত্যাদির ফলে মেকআপ করার পরেও সেগুলো দেখা যায় এবং সৌন্দর্য বৃদ্ধি পায় না।
তাই আপনি একটু ধৈর্য্য ধরে সময় নিয়ে মুখে প্রাইমার লাগিয়ে নিন।তারপর অয়েল ফ্রি ফাউন্ডেশন প্রয়োগ করুন।আর হে অবশ্যই খেয়াল রাখুন যেন বেস কেন্দ্রিক ফাউন্ডেশন হয় এবং আপনার মুখে ব্লেন্ড করে নিন।ঠোঁটে, গলা,ঘাড় এবং পিঠে ভালো ভাবে প্রয়োগ হয়।
অবশ্যই কনসিলার প্রয়োগ করতে হবে
অনেক সময় দেখা যায় কণে বিয়ের অনুষ্ঠানে মেকআপ করেছে ঠিকই কিন্তু তার মুখের ব্রণ বা দাগ ছোপ দেখা যায়। ফলে মেকআপের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং সময় ও টাকার অপচয় ছাড়া কিছুই মিলে না।তাই আপনার মুখের দুর্বলতাগুলিকে ঢেকে ফেলার জন্য কনসিলার প্রয়োগের জুরি নেই। তাছাড়াও আপনার চোখের পাতায়,চোখের নিচে বা নাকের দুপাশে ভালো করে কনসিলার প্রয়োগ করে মেকআপের সৌন্দর্য বৃদ্ধি করা উচিৎ।
বিয়ের পূর্বে মুখের শেপ ঠিক রাখতে হবে
বতমানে আপনার যে স্ট্রাকচার বা শেপ রয়েছে তার চেয়ে একটু আলাদা শেপ প্রয়োগ করতে হবে।অথাৎ আপনার স্কিনটোনের থেকে একটু ডার্ক শেড আপনাকে প্রয়োগ করতে হবে।এটি
প্রয়োগ করার জন্য চিকবোনের মাঝের অংশে ও টি-জোনে উপর থেকে নিচের দিকে ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিন।তারপর ওই অঞ্চল হাইলাইট করার জন্য শিমার পাউডার ব্লেন্ড করে প্রয়োগ করুন।ফলে আপনার মুখের শেপ অনেক বেশি শার্প হয়ে উঠবে এবং আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে।
কোরিয়ান সৌন্দর্যের গ্লাস স্কিনের রহস্যের মত আপনার চোখ ও ঠোঁটকে সাজিয়ে তুলুন
চোখের মেকআপের জন্য সব সময় খুব ভালো ব্র্যান্ড বা প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করুন। বিয়ের দিন নিজের চোখ দুটিকে অপরুপ রুপে সাজানোর জন্য আপনি চায়লে ব্রাউন,গোল্ড, ব্রোঞ্জ আইশ্যাডো,গোল্ড শিমার ব্যবহার করুন।চোখের মেকআপের জন্য বিয়ের দিন অবশ্যই লাইনার, কাজল এবং মাসকারা ব্যবহার করবেন।
ঠোঁটের মেকআপকে গুরুত্ব দেওয়া উচিৎ
ভালো ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করবেন। আপনার বিয়ের অনুষ্ঠানের পোশাকের সাথে ম্যাচিং করে লিপস্টিক ব্যবহার করা উচিৎ। কারণ এতে করে আপনার সৌন্দর্য বৃদ্ধি পায়। প্রথমেই লাইনারের সাহায্যে আপনার ঠোঁটের শেপ ঠিক করে নিন।তারপর আপনার পছন্দের লিপস্টিক লাগিয়ে নিয়ে ঠোঁট সাজান।
আপনার বিয়ের সাজ সম্পুর্ন করুন
পরিশেষে আপনার বিয়ের সাজ সম্পুর্ন করার পালা। বিয়ের পিঁড়িতে বসার জন্য ব্রাইডাল ড্রেস পরিধান করুন এবং গহনা পরে মাথার চুলগুলো বেঁধে নিয়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তৈরী হয়ে যান।
আশা করি আপনি বাসায় বসে বিয়ের সাজ সম্পুর্ন করার সঠিক উপায় জানতে পেড়েছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Comment policy
1.Dont bad comment
2.you can give inspire to us
3.Avoid the hegistation
4.please follow to us
5.Read and accept good think.
6.share and spread among friend and families
7.give new idea about beauty