দাঁতে লিপস্টিক লাগলে....
দাঁতে লিপস্টিক স্পর্শ আপনাকে অসংখ্য যন্ত্রণা দেয় এবং খারাপ দেখায়।এটি থেকে অাপনার অবশ্যই পরিতান পাওয়া উচিৎ। কারণ এটি আপনার সৌন্দর্য নষ্ট করে দেয়। আপনার ভালো লিকুইড ম্যাট লিপস্টিক-গুলো ব্যাবহার করা উচিৎ।কারণ এগুলো ট্রান্সফারপ্রুফ এবং লং-লাস্টিং হয়। ফলে দাঁতে লেগে যাওয়ার ভয় থাকে না।
লিপিস্টিক ব্যাবহারের পূর্বে সতকতা অবলম্বন
বেশিরভাগ ক্ষেত্রেই তাড়াতাড়ি ঠোঁটে লিপি স্টিক ব্যাবহার করার সময়ে দাঁতে স্পর্শ করে থাকে।এটি মূলত তাড়াহুড়োর কারণে হয়ে থাকে কিন্তু পরবর্তীতে বিড়ম্বনায় পড়তে হয়। তাই লিপস্টিক ব্যবহারের সময়ে আস্তে ধীরে খেয়াল করে লাগানোই বুদ্ধিমানের কাজ হবে।
ইন্ডেক্স ফিঙ্গার ব্যাবহার
ঠোঁটে লিপস্টিক লাগানোর পরে আপনার হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ঠোঁট গোল করে ঠোঁটের ভেতরে ঢুকিয়ে নিয়ে আবার বের করে আনুন। এতে করে ঠোঁটের ভেতরের দিকের এক্সট্রা লিপস্টিক আপনার ফিঙ্গার-এ চলে আসবে আর দাঁতেও লেগে যাবে না।
টিস্যু ব্যবহার করুন
একটি টিস্যু নিয়ে ঠোঁটের ভেতরের দিকে বসিয়ে হালকা প্রেস করে নিন। এরপর তুলে ফেলুন। এতে করে ক্রিমি লিপস্টিক হলেও তা ছড়িয়ে গিয়ে দাঁতে লেগে যাবে না।
লেয়ার ব্যবহার করা উচিৎ
আপনি যদি ক্রিমি ধরনের লিপস্টিক ব্যবহার করে থাকেন তবে তা এক লেয়ার ব্যবহার করাই ভালো। অতিরিক্ত লেয়ারিং লিপস্টিক ছড়িয়ে যেতে সাহায্য করে।ফলে খারাপ দেখায়।
লিপ লক লিকুইড ব্যাবহার করুন
যে কোন মার্কেটে লিপ লক লিকুইড কিনতে পাওয়া যায়। লিপস্টিক-এর উপরে এই লিপ লক লাগিয়ে নিলে লিপস্টিক আর ট্রান্সফার হয়ে গিয়ে দাঁতে স্পর্শ করে না।
লিপ ব্রাশ ব্যবহার করুন
আপনার ঠোটে লিপস্টিক ব্যাবহারের জন্য আদর্শ হলো লিপ ব্রাশ ব্যবহার করা।কারণ এটি
ঠোঁটে সমানভাবে এবং স্মুদলি থাকে। ফলে
আপনার দাঁতে লিপিস্টিক লেগে যায় না।
ঠোঁট কামড়ানোর অভ্যাস ত্যাগ করুন
এটি আপনার পরিহার করা উচিৎ। কারণ এর ফলে লিপস্টিক সহজেই দাঁতে লেগে যায়। তাই এই অভ্যাস একদম ছাড়তে হবে। নয়ত, প্রতিনিয়তই হাসির পাত্র হতে হবে।
খাওয়ার পূর্বে সতকতা অবলম্বন করুন
কিছু খাওয়ার পূর্বে আপনার ঠোট পরিক্ষা করে নিন। কারণ খাওয়া দাওয়ার সময়ে লিপস্টিক ট্রান্সফার হয়ে দাঁতে লেগে যেতে পারে। তাই খাওয়া বা কিছু পান করার পরে চেক করে নেওয়াই ভালো।
পকেট মিরর রাখতে ভুলবেন না!
আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং আপনি
কস্ট পেতে পাড়েন। তাই আপনার ব্যাগে পকেট মিরর রাখা উচিৎ। কারণ মাঝে মাঝে চেক করে নিবেন।
আপনার ব্যাগে পকেট টিস্যু রাখুন
আপনার ব্যাগে ফেইস টিস্যু রেখে দেবেন যেন পরিস্কার করে নেওয়া যায়। আর সাথে ঠোঁটের ময়েশ্চারাইজিং-এ কমতি রাখবেন না।
আপনার ব্যাগে লিপস্টিক রেখে দিন
আপনার ব্যাগে লিপস্টিক রেখে দেওয়া উচিৎ। এটি প্রয়োজনতো পড়বেই আরেকবার দেয়ার জন্য। একটা স্মার্ট গেটআপ নিয়ন্ত্রণ থাকাটা খুবই দরকার। আশা করছি ইনফরমেশন-গুলো আপনাদের জন্য হেল্পফুল হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Comment policy
1.Dont bad comment
2.you can give inspire to us
3.Avoid the hegistation
4.please follow to us
5.Read and accept good think.
6.share and spread among friend and families
7.give new idea about beauty