ঠোঁটের কালো দাগ দূর করার উপায়

 ঠোঁটের কালো দাগ দূর করার উপায় 

ঠোঁটের কালো দাগ

                      ছবিঃ- ঠোঁটের কালো দাগ    

মেয়েদের ঠোঁটের হাসি কে না ভালোবাসে? সকল পুরুষই তাদের হাসি দেখে অবাক হয়ে যেতে পারে যদি গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি হয়ে থাকে।যে সকল মেয়ের ঠোঁট কালো তারা অনেক বেশি কষ্টে আছে। কারণ এতে তাদেরকে কুৎসিত ও বিকৃত দেখায়।ফলে তারা টেনশনে ভোগে থাকেন এবং তা থেকে মুক্তির উপায় খুঁজেন।শুধু মেয়ে নয় ছেলেরাও ভুক্তভোগী।এই প্লাটফর্মে আপনি ঘরে বসে আপনার ঠোঁটকে গোলাপি রঙের তৈরি করতে পারবেন এবং নিজেকে শান্ত করবেন।

কালো ঠোঁটকে গোলাপি রঙের তৈরির উপায় 

মধু এবং লেবুর তৈরি মিশ্রণ 


উপকরণ গুলো হলোঃ-

(১) একটি মাঝারি সাইজের লেবু 

(২) পরিমাণ মতো মধু

(৩) পানি 

🔊 তৈরি এবং ব্যাবহার পদ্ধতি 

প্রথমেই লেবু কেটে রস বের করে নিতে হবে এবং সেই রস মধুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনার ঠোঁটে ব্যাবহার করুন। তারপর এভাবেই কমপক্ষে এক ঘন্টা ঠোঁটের মধ্যে রেখে দিন।এখন বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে ফেলুন বা নরম জাতীয় কাপড় দিয়ে মুছে ফেলতে পারেন।এটি দৈনিক  সকালে এবং বিকেলে বা রাতে দুই বার করে ব্যাবহার করতে পারবেন। ফলে সহজেই আপনার ঠোঁটের কালচে ভাব দূর হবে।আপনি চায়লে এই মিশ্রণটি ফ্রিজে প্রায় ১ সপ্তাহের মত রেখে ব্যবহার করতে পারেন।ফলাফল কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন। আপনার ঠোঁটের কালো রঙ পরিবর্তন হয়ে গোলাপি রঙ ধারণ করেছে। 

লেবু ও চিনির স্ক্রাব তৈরি করে ব্যাবহার করুন 

উপকরণ গুলো হলোঃ-

(১) লেবুর রস ১ চা চামচ 

(২) নারিকেল তৈল পরিমাণ মতো 

(৩) চিনি ২ চামচ 

(৪) টুথব্রাশ অপসোনাল 

🔊 তৈরি এবং ব্যাবহার পদ্ধতি 

সকল উপকরণগুলো ভালোভাবে একএে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন।তারপর এই স্ক্রাব আপনার ঠোঁটে ভালো করে মালিশ করুন।আপনি চায়লে নরম এবং ছোট একটি টুথব্রাশ দিয়েও ঘষে নিতে পারবেন।এবার হালকা গরম কুসুম পানি দিয়ে ঠোঁট ধুয়ে লিপ বাম লাগিয়ে নিন।এটি সপ্তাহে কমপক্ষে ৩ থেকে ৪ বার আপনার ঠোঁটে ব্যাবহার করা উচিৎ। 

কাঁচা দুধ এবং লেবুর রস 

সম্ভব হলে প্রতিদিন ঠোঁটে কাঁচা দুধ লাগান।আর তা না হলে সপ্তাহে কমপক্ষে একদিন হলুদের সঙ্গে দুধ মিশিয়ে ঠোঁটে ব্যাবহার করুন। অবশ্যই ২০ মিনিট ধরে ঠোঁটে রাখুন, তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন অথবা ঠাণ্ডা গোলাপ জল দিয়েও ঠোঁট ধুতে পারেন। প্রাকৃতিক উপাদান হিসেবে লেবুর রস খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা পালন করে। তাই প্রতিরাতে ঘুমানোর আগে লেবুর রস আপনার ঠোঁটে লাগিয়ে ঘুমালে উপকার পাওয়া যাবে। এটি আপনাকে ভালো ফলাফল দেয়। 

মধু এবং অলিভ তেল

আপনার ঠোঁটের কালোভাব দূর করতে মধু এবং অলিভ তেল খুবই কার্যকরী পদক্ষেপ। দৈনিক রাতে ঘুমানোর পূর্বে ঠোঁটে সামান্য মধু লাগিয়ে ঘুমিয়ে পড়ুন।এর ফলে আপনার ঠোঁটের নমনীয়তা বৃদ্ধি পায় এবং কালচেভাব দূর হয়।প্রতিদিন অলিভ তেল লাগিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পড়লেও ঠোঁট কোমল হয় যায়। 

উপকরণ গুলো হলো 

(১) আলমণ্ড অয়েল এক চামচ 

(২) লেবুর রস 

(৩) ঠাণ্ডা পানি

(৪) গোলাপ এর পাপড়ি 

(৫) দুধ

তৈরি এবং ব্যাবহার পদ্ধতি 

এক চামচ আলমণ্ড অয়েলের নিয়ে সাথেসামান্য লেবুর রস মিশিয়ে আপনার ঠোঁটে দৈনিক ম্যাসেজ করুন। তারপর এটি আপনার ঠোঁটের মধ্যে ৫ মিনিট সময় রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।এর ফলে আপনার ঠোঁট নরম ও পরিষ্কার হবে।আপনার ঠোঁট গোলাপি রঙের তৈরি করতে চায়লে কিছু গোলাপের পাপড়ি নিন এবং দুধে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর পাপড়ি গুলো বেটে নিয়ে পেস্ট তৈরি করে ফেলুন।তারপর এতে কয়েক ফোঁটা মধু আর গ্লিসারিন মিশিয়ে নিন। এবার পেস্ট টা আপনার ঠোঁটের উপর ১৫ মিনিট রেখে দিন। এক টুকরো তুলা দুধে ভিজিয়ে পেস্টটি তুলে ফেলুন। নিয়মিত ব্যবহারে অসাধারণ রেজাল্ট পাওয়া যায়।

আরও পড়ুন কনসিলার বিদেশি     https://bestsajguj.blogspot.com/2020/09/blog-post.html

চিনি এবং মাখন  

চিনি প্রাকৃতিক এক্সফলিয়েটর সমৃদ্ধ ফলে আপনার ত্বকের উপর জমে থাকা মৃত কোষ গুলো দূর করে ও ঠোঁটের রং হালকা করতে সাহায্য করে।

 উপকরণ গুলো হলো 

(১) মাখন দুই চামচ

(২) চিনি ৩ চামচ 

তৈরি এবং ব্যাবহার পদ্ধতি  

দুই চামচ মাখনের সঙ্গে তিন চামচ চিনি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন দিন এই স্ক্রাব ব্যবহারে ঠোঁটের রং হালকা হবে। 

শশা এবং লেবুর রস 

দৈনিক কমপক্ষে এক বার করে হলেও আপনার  ঠোঁটে শসার রস লাগিয়ে রাখুন এবং একটি মাঝারি সাইজের লেবুর রসের সাথে সামান্য চিনি মেখে ঠোঁটে ঘষতে পারেন।ফলে আপনার ঠোঁটের কালো ভাব দূর হয়ে যাবে।আর ঠোঁট গোলাপি রঙের তৈরি হবে।অবশ্যই ব্যাবহারের পূর্বে ব্রাশ দিয়ে আলতো করে ঠোঁটের ওপর বুলিয়ে নিন। এতে ঠোঁটের ওপর মৃত কোষগুলি সরে যাবে এবং ভালো ফলাফল দেখতে পাবেন। 

এই স্ক্রাব তৈরি করার জন্য মধু ও চিনি একসঙ্গে মিশিয়ে নিয়ে আঙুল দিয়ে ঠোঁটে ঘষতে থাকুন। তারপর দুধ এবং হলুদগুঁড়া মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে ফেলুন।এবার ঠোঁট ভিজিয়ে নিয়ে একটি নরম ব্রাশ দিয়ে ঠোঁট ঘষে নিন৷। এরপর সামান্য পেস্ট নিয়ে ঠোঁটে লাগিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন।যখন ঠোঁট শুকিয়ে যাবে তখন লিপ বাম লাগিয়ে নিন। 

ঠোঁটের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 

গ্লিসারিন এবং ঘরোয়া লিপবাম। একটি ভালো Brand এর গ্লিসারিন কিনে এনে রাতে ঘুমানোর পূর্বে এক টুকরো তুলোতে সামান্য গ্লিসারিন নিয়ে ঠোঁটে ভালো করে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার আস্তে আস্তে ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব দুটোই কমতে শুরু করেছে।বাসায় বসে তৈরি করুন ঘরোয়া লিপবাম।এর জন্য গোলাপের পাপড়ির সাথে এক চামচ স্ট্রবেরি মিশিয়ে একটি লিপবাম তৈরি করা যেতে পারে। প্রতিদিনের ব্যবহারে উপকার পাওয়া যাবে।

ঠোঁটের কালো ভাব দূর করতে আরও করণীয় 



➢ গাজরের রস দৈনিক তুলাতে নিয়ে ঠোঁটে লাগান।আপনি চায়লে এতে খানিকটা স্যাফরন মিশিয়ে নিতে পারেন। ফলে আপনার ঠোঁটের আর্দ্রতা ফিরে আসবে এবং রঙ-ও ফিরবে। 

➢ একটি কমলার খোসা নিয়ে ঠোঁটে লাগান অথবা কাঁচা দুধের সাথে কমলার খোসা শুকিয়ে গুঁড়ো করে নিয়ে তাতে খানিকটা গোলাপজল মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন।

➢ শশার রস ঠোঁটকে গোলাপী করতে অনেক কার্যকরী। শুধুমাত্র ৫ মিনিট প্রতিদিন শশার রস ঠোঁটে ম্যাসাজ করুন এবং ফলাফল নিজেই দেখে নিন। টমেটো পেস্ট করে নিন এবং এর সাথে ক্রিম মিক্স করে লাগান অথবা টমেটো পেস্ট এর সাথে নারিকেল তেল মিশিয়ে লাগান।

➢ প্রতিদিন বাইরে থেকে ফিরে এসে আপনার ঠোঁট থেকে লিপস্টিক বা লিপগ্লস তুলে ফেলুন। তুলে ফেলতে সামান্য একটু তুলায় অলিভ অয়েল বা বাদাম তেল লাগিয়ে হালকা করে মুছে ফেলুন। রাতে ঘুমানোর আগে অবশ্যই ঠোঁটের এই মেক-আপ তুলে ফেলতে হবে। আপনার ঠোঁট কালো হওয়ার জন্য এটা বিশেষভাবে দায়ী।

➢ আমাদের ত্বকের অন্যান্য অংশের মত ঠোঁট থেকেও কিছুটা তেল উৎপন্ন হয়,একে বলে সেবাম। এটা খুব প্রয়োজনীয়। ঠোঁটকে তাই সবসময়ই আর্দ্র রাখতে হবে। বাইরে যাওয়ার সময় লিপ বাম লাগিয়ে যেতে হবে। ঘরে থাকলে কোকো বাটার লাগিয়ে নিন। শুনে অবাক লাগতে পারে কিন্তু শুধু শীতকাল নয়,আপনার ঠোঁটকে গোলাপী রঙের করতে হলে সারা বছর-ই পেট্রোলিয়াম জেলি লাগাতে হবে। ঠোঁটের আর্দ্রতা রক্ষায় এটা জরুরী।

➢ পানি: প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন। ঠোঁটের রঙের ওপর পানিশুন্যতার ভূমিকা রয়েছে।

➢ প্রতিদিন ঘুমাতে যাবার আগে অন্তত ৫ মিনিট ঠোঁট ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ এর জন্য কয়েক ফোঁটা লেবুর রস আমন্ড বাদাম তেলের সাথে মিশিয়ে নিন। এই ট্রিটমেন্টে আপনার ঠোঁটের আর্দ্রতা ফিরে আসবে। নিয়মিত ব্যবহারে খুব সহজেই কালো দাগ কমে আসবে।লেবুর রসের সাথে মধু মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগালেও একই উপকার পাবেন। অ্যালোভেরা জেল এবং নারিকেল বেটে সাদা রস ঠোঁটে লাগান। নিয়মিত ব্যবহারে ঠোঁটের স্বাভাবিক রঙ ফিরে আসবে। 

➢ পুদিনা পাতা বেটে রস আলাদা করে নিয়মিত ঠোঁটে লাগান। বরফের কিউব নিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন,পরে বাদাম তেল এবং অলিভ অয়েল মিক্স করে ম্যাসাজ করুন। ঠোঁটের ন্যাচারাল কালার ফিরে আসবে।

➢ দুধের সর এর সাথে ডালিমের বিঁচির গুঁড়ো মিক্স করে ঠোঁটে লাগান। এতে ঠোঁটে গোলাপী আভা আসবে।এক্ষেত্রে সর না নিয়ে ঘি ব্যবহার করতে পারেন।

➢ অল্প পরিমাণ চিনি এবং কোল্ড ক্রিম একসাথে মিক্স করে ঠোঁটের স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। কোল্ড ক্রিমের বদলে অলিভ অয়েল-ও ব্যবহার করতে পারেন। এর ফলে ঠোঁটের ন্যাচারাল কালার ফিরে আসবে। 

➢ ঠোঁটের প্রসাধনী ঠোঁটের জন্যে কি প্রসাধনী ব্যবহার করছেন তাতে নজর বুলিয়ে নিন। সস্তা বা খারাপ মানের প্রসাধনী ঠোঁটের জন্যে ব্যবহার করবেন না। এতে ব্যবহৃত কেমিকেল ও রঙ আপনার ঠোঁটকে কালো করে ফেলে।

➢ কিছু সতর্কতাঃ

খুব গরম চা,কফি সহ অন্যান্য পানীয় আপনার ঠোঁট কালো হওয়ার জন্য দায়ী। এগুলো খাওয়া এড়িয়ে চলুন। ধূমপানের অভ্যাস থাকলে ত্যাগ করুন। কেননা,ধূমপান করলে ঠোঁট কালো হবেই। পানিশূন্যতা আপনার ঠোঁটের আর্দ্রতা কেড়ে নেয়। তাই নিয়ম করে প্রতিদিন পানি পান করুন,কমপক্ষে ৪ - ৫ লিটার । ঠোঁট কখনই বারবার জিভ দিয়ে ভেজাবেন না। সরাসরি সূর্যের আলো ঠোঁটের স্বাভাবিক রঙ নষ্ট করে। যতদূর সম্ভব এটা এড়িয়ে চলুন। বাইরে যেতে হলে উচুমানের সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। আপনার খাবারে রাখুন প্রচুর শাক সবজি। নিয়মগুলো মেনে চলুন তাহলেই দেখবেন আপনার ঠোঁট গোলাপের পাপড়ির মতই নরম,কোমল,গোলাপী এবং আকর্ষণীয় হয়ে উঠবে। তাহলে এবার হেসে উঠুন প্রাণখুলে।


মন্তব্যসমূহ

popular post

বিয়ের কসমেটিকস চেকলিস্ট বর ও কনে উভয়ের জন্য

মেকআপের জিনিসের নাম

চুলের খোপা বাঁধার ১০টি নতুন ডিজিটাল পারফেক্ট স্টাইল ছবি ও ভিডিওসহ!

লিপস্টিকের নাম এবং দাম

মুখের মেকআপ করার সঠিক নিয়ম

স্তন ঝুলে গেলে কি করবেন?