ত্বক বিশেষজ্ঞ দ্বারা ফর্সা হওয়ার জন্য সুপারিশ করা সেরা কয়েকটি ক্রিম


রং ফর্সা করার ক্রিম

ছবিঃ- ফর্সা হওয়ার ক্রিম

আপনি যে বাজার থেকে আপনার শরীরের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি বা রং ফর্সা হওয়ার ক্রিম৷ ক্রয় করেছেন সত্যি সত্যি তা দ্বারা রং ফর্সা করা যায় তো?বর্তমানে বিষাক্ত প্রসাধনীতে ভরা বাংলাদেশের বাজার'।শুধু তাই নয় বেশির ভাগই পণ্যের মধ্যে পারদ মার্কারি ও হাইড্রো কুইনোন পাওয়া গেছে।যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকরক এবং বিপদজনক।তাই মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) যেগুলো পণ্যে ব্যাবহার করতে অনুমতি দেয় শুধু সেগুলোই ব্যাবহার করুন। 

বিএসটিআই যেসব কসমেটিকস পণ্য নিষিদ্ধ করেছে সেগুলো হলো:

(১) গোরি কসমেটিকস লিমিটেডের গৌরি

(২) এস জে এন্টারপ্রাইজের চাঁদনী

(৩)কিউসি ইন্টারন্যাশনালের নিউ ফেস

(৪)ক্রিয়েটিভ কসমেটিকস (প্রাঃ) লিমিটেডের ডিউ

(৫)গোল্ডেন পার্ল কসমেটিকসের গোল্ডেন পার্ল

(৬)পুনিয়া ব্রাদার্সের ফাইজা

(৭)নুর গোল্ড কসমেটিকসের নুর

(৮)হোয়াইট পার্ল কসমেটিকসের হোয়াইট পার্ল প্লাস

গায়ের রং ফর্সাকারী ভালো ক্রিমগুলো হলোঃ-

👉হাইড্রোকুইনোন 

হাইড্রোকুইনোনের সাহায্যে ত্বকের কালচে ভাব সহজেই দূর করতে পারবেন। কিন্তু এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে।যদি আপনি বেশি দিন ধরে ব্যাবহার করেন তাহলে ত্বকের ক্যান্সারও হতে পারে। তাই এটি বেশি দিন ধরে ব্যাবহার করা মোটও উচিৎ নয়। 

আরও পড়ুন  চুল পড়ার কারণ এবং বন্ধ করার উপায়      

https://draft.blogger.com/u/8/blog/post/edit/8725994699897718143/6259297567843165436

ঘরে বসে বিউটি পার্লার সাজ     https://draft.blogger.com/u/8/blog/post/edit/8725994699897718143/8713365302832043013

👉মোনোবেনজোন ক্রিম

এটি আমাদের শরীরের ত্বকের মধ্যে থাকা মেলানিন কমিয়ে দিয়ে ত্বক চিরতরে ফর্সা করে তুলতে পারে।বিভিন্ন মেয়ে এটা ব্যাবহার করে ভালো পরিমাণে ফলাফল দেখতে পেয়েছেন। চায়লে আপনিও ব্যাবহার করতে পারবেন। 

👉ব্লিচিং ক্রিম

এই ক্রিমটি আপনার ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে দেয় এবং আপনার ত্বকের দাগছোপ কমিয়ে আনে। অতিমাত্রায় ব্লিচিং ক্রিম মাখা ভাল নয়। 

👉লেসার টোনিং/ফেসিয়াল

অনেকই লেসার টোনিং বা ফেসিয়ালের মাধ্যমে ফর্সা হয়ে থাকেন।কিন্তু এতে অনেক বেশি খরচ হয় এবং সময় লাগে। কমপক্ষে এতে পাঁচ থেকে দশটা সেশন লাগে পুরো ব্যাপারটা সম্পুর্ণ করতে। অবশ্যই একজন অভিজ্ঞতা সম্পুর্ন চিকিৎসকের পরামর্শ এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নিয়ে তবেই এটি ব্যবহার করা উচিৎ ।

বিঃদ্রঃ আপনি বেশি ক্রিম মাখলে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। আর ত্বকের যত্ন নেওয়ার জন্য এবং ত্বক উজ্জ্বল রাখতে ঘরোয়া পদ্ধতিই সেরা।যাই ব্যাবহার করুন না কেন অবশ্যই একজন অভিজ্ঞতা সম্পুর্ন স্কিন চিকিৎসকের পরামর্শ নিন। 

রং ফর্সাকারী ভালো ক্রিমের বদলে খারাপ ক্রিমগুলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখুনঃ-

১।আপনার ত্বকে চুলকানি হতে পারে। 

২। প্রদাহ তৈরি হয় 

৩।ত্বকে জ্বালাপোড়া করবে 

৪।ফুলে যেতে পারে 

৫।ফুসকুড়ি হবে 

৬।মার্কারি 

৭।কিডনির ক্ষতি হতে পারে 

৮।রং বদলে যেতে পারে 

৯।কালশিটে দাগ পড়ে যায় 

১০।ব্যাকটেরিয়া ও ফাংগাল সংক্রমণ করে 

১১।প্রতিরোধের ক্ষমতা কমে যায়

১২।উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পায় 

১৩।বিষণ্ণতা মনে হয় 

১৪।মানসিক অস্থিরতা থেকে বৈকল্য দেখা যায় 

১৫।স্নায়ু-জনিত সমস্যা ইত্যাদি তৈরি হতে পারে। 

কিছু ভালো রং ফর্সাকারী ক্রিম উৎপাদনকারী দেশের তালিকাঃ-   

১।যুক্তরাষ্ট্র 

২।কানাডা 

৩।ফিলিপাইন 

৪।ইন্দোনেশিয়া 

৫।দুবাই 

৬।কাতার 

৭।আরব 

৮। অষ্টলিয়া ইত্যাদি 

তাই এই সকল দেশের ক্রিমগুলো ব্যাবহার করতে পারেন। আমাদের বাংলাদেশের মধ্যেও কিছু ভালো ক্রিম রয়েছে যেগুলো সত্যি রং ফর্সা কারতে অসাধারণ এবং ফলদায়ক।তারপরও এগুলো একজন অভিজ্ঞতা সম্পুর্ন  ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিৎ। 

পরিশেষে আমি আবারি বলছি। এসব ক্রিম ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিৎ  নয়। কৃত্রিম উপায়ে ফর্সা হাওয়াটাই আমি সমর্থন করি না।কারণ এখানে কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আর তা ছাড়াও তাড়াতাড়ি সফলতা অর্জন করা যায়। আশা করি আপনি বুঝতে পারছেন। তারপরও ফর্সা হাওয়ার ভালো ক্রিমগুলো পরিক্ষা করে নিবেন। ধন্যবাদ  

মন্তব্যসমূহ

popular post

বিয়ের কসমেটিকস চেকলিস্ট বর ও কনে উভয়ের জন্য

মেকআপের জিনিসের নাম

চুলের খোপা বাঁধার ১০টি নতুন ডিজিটাল পারফেক্ট স্টাইল ছবি ও ভিডিওসহ!

লিপস্টিকের নাম এবং দাম

মুখের মেকআপ করার সঠিক নিয়ম

স্তন ঝুলে গেলে কি করবেন?