বিয়ের শাড়ী ও কসমেটিকস চেক লিস্ট বর কনে উভয়ের জন্য গুরুত্বপূর্ণ!!!

 

বিয়ের শাড়ী
  

                        ছবিঃ- বিয়ের শাড়ী   

বিয়ের অনুষ্ঠানে বর এবং কনে উভয়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো শাড়ী কসমেটিকস পণ্য গুলো। কিন্তু বেশির ভাগই পুরুষ ও মহিলারা সেগুলো কিনতে মাকেটে যাওয়ার পরে বেশি দাম দিয়ে কিনে থাকেন এই প্লাটফর্মে আপনি বিয়ের অনুষ্ঠানের শাড়ি এবং কসমেটিকসের লিস্টনুযায়ী সঠিক দর দাম জানতে পারবেন। শুধু তাই নয় বিদেশি কসমেটি কসের দামও জানা যাবে। আপনি অবশ্যই বিয়ের চেক লিস্ট পূর্বেই তৈরি করে রাখবেন এবং ব্র্যান্ডের পণ্যগুলো ক্রয় করার জন্য সব সময় চেষ্টা করবেন।তা সম্ভব না হলে কমপক্ষে ৫টি পণ্য ব্র্যান্ডের কিনবেন বাকিগুলো দেশি হলেও হবে।

বিয়ের কেনাকাটার পূর্বে করণীয় কাজ

বিয়ের শপিং বা কেনাকাটার পূর্বে কোন কোন পণ্য গুলো কিনবেন তার একটি তালিকা তৈরি করুন এবং পরিকল্পনার সঙ্গে মিলিয়ে নিন।আপনি যে সকল কসমেটিকস ও অন্যান্য পণ্য গুলো কিনবেন তার বাজেট অর্থ বা টাকা কেমন দরকার হবে সেটিও মাথায় রাখুন।আপনার বাজেট পর্যাপ্ত হলে আর আপনি ঢাকার মধ্যে বসবাস করলে বসুন্ধরা শপিংমল কিংবা যমুনা ফিউচার পার্কে যেতে পারেন। আর কম বাজেট হলে ভালো কেনাকাটার জন্য নিউমার্কেট পছন্দ করে নিতে পারবেন।সকাল ১০ টার দিকে শপিংমলে যাওয়ার চেষ্টা করুন। কারণ এতে ভিড় এড়িয়ে স্বস্তিতে কেনাকাটার সুযোগ পাবেন। হাতেও অনেক সময় থাকবে মানসিক ও ধীরস্থিরভাবে সঠিক পণ্য বাছাই করে পছন্দমত পণ্য ক্রয় করতে পারবেন।

বিয়ের কণে বা নববধূর শাড়ী ও মূল্য তালিকা 


বেনারশি কাতান শাড়ি মূল্য 👉৳ ৮,৫০০ থেকে ৯,৪০০ টাকা

বলিউড শাড়ীর দাম 👉৳ ৬,৯০০ থেকে ৭০০০ টাকা।

পিওর রেশম জামদানি শাড়ি👉৳ ৬,৫০০ থেকে  ৭০০০ টাকা।

মসলিন জামদানি শাড়ির সাথে ব্লাউজ পিস আছে তার দাম 👉৳ ৮,০০০ - ১০,০০০ টাকার মধ্যে।

১টি সফট ওয়েটলেস জর্জেট শাড়ির দাম 👉৳ ৬,৯৫০ - ৭,২০০ টাকা হতে পারে।

বেনারস সিল্ক শাড়ি উইথ ব্লাউজপিস (5 Carmine pink with Gold Mix color paar)
👉৳ ৩,৬০০ - ৪০০০ টাকার মধ্যে।

Full net with all over Embroidery work Saree👉৳ ৯,৯৯৯- ১০,৫০০ টাকা।

একটি ঢাকাই জামদানি শাড়ির মূল্য হতে পারে  👉৳ ৮,৫০০ থেকে ৯০০০ টাকা।

অনেকেই টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়ি পরিধান করে বিয়ের অনুষ্ঠানে। ১টি টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়ির মূল্য 👉৳ ৫,৬৯০ থেকে ৬,২০০ টাকার মধ্যে।

টাংগাইল তাঁতের পিওর হাফ সিল্ক শাড়ি দাম
👉৳ ৭,১৫০ -৭,৭০০ টাকা।

মিরপুরের বেনারসি কাতান শাড়ি পছন্দ হলে তার মূল্য 👉৳ ১৫,৫০০ থেকে ১৬,০০০।

লেডিজ সানতুন জর্জেট শাড়ি নতুন এটি বিক্রি হচ্ছে ৳ ৮,৪০০ থেকে ৮,৯০০ টাকার মধ্যে।

আপনি চায়লে বিয়ের ১ বা ২ বার ব্যবহৃত শাড়ী ক্রয় করতে পারবেন। এগুলোর মূল্য 👉৳ ২,৫০০ থেকে ৩০০০ টাকা মাাএ।

রেড অ্যান্ড গোল্ডেন বেনারসি কাতান শাড়ীর দাম 👉৳ ৭,৫০০ থেকে ৮,০০০ টাকা।

ইন্ডিয়ান জর্জেট শাড়ি সাথে ব্লাউজ পিস আছে মূল্য 👉 ৳ ২,১৫০ থেকেই ২,৫০০ টাকা।

ইন্ডিয়ান এমব্রয়ডার্ড ওয়েটলেস জর্জেট শাড়ির দাম 👉৳ ৫,৪৫০- ৬০০০ টাকার মধ্যে।

নারায়ণগঞ্জ এর সিল্ক জামদানি শাড়ির দাম পরবে 👉৳ ১৭,৭০০ থেকে ১৭,৯০০ টাকা।

ঢাকাইয়া জামদানী সুতির শাড়ি দাম
(Dhakai Jamdani Cotton Sharee)
👉৳ ৭,৯৫০ - ৮,১০০ টাকা।

গর্জিয়াস ইন্ডিয়ান শাড়ীর মূল্য 👉৳ ৬,৯০০- ৭,২০০ টাকা।

একটা তসর সিল্ক কাতান শাড়ির দাম 👉৳ ৫,৯৯০ টাকা থেকে ৬৩০০ টাকা।

আবার ভারতের দিপিকা পাডুকা অভিনীতরানি পদ্মাবতী মুভি শাড়ী- কপির মূল্য দাড়াবে  👉৳ ১৮,৪৯৯ - ২০০০০ টাকা।

কিমরো সূনহরি  টাফি ও তসর সিল্ক শাড়ির মূল্য হতে পারে 👉 ৳ ১১,০০০ থেকে ১১,৫০০ টাকা।

Triveni Dhakad Hai জর্জেট শাড়ি নতুন 👉
৳ ১২,০০০ থেকে ১২,৫০০ টাকার মধ্যে কিনতে পারেন।

আজকাল বেশির ভাগই মহিলার পছন্দ গ্যাস সিল্ক ফর ওমেন শাড়ি। এটার দাম সম্ভবত
👉 ৳ ৮,৬৬৪ থেকে ৯,০০০ টাকা।

বেনারশী শিপন জর্জেট শাড়ির দাম ও তার দাম  👉৳ ১২,৫০০।

Chiffon Silk Saree 👉৫,৯০০ টাকা থেকে শুরু করে ৬৪০০ টাকার মধ্যে কিনা যায়।

এক্সক্লুসিভ জর্জেট সাথে গোল্ডেন জরি ও স্টোনওয়ার্ক শাড়ির দাম 👉৳ ১৭,০০০ টাকা।

বিঃদ্রঃ বাংলাদেশের মধ্যে এই দামের একটু কম বেশি হতে পারে।

আরও পড়ুন

বিয়ের কসমেটিকস চেক লিস্ট বর কনে উভয়ের জন্য 👇 https://bestsajguj.blogspot.com/2020/10/blog-post.html

ঘরে বসে বিউটি পার্লারের মত সাজ

https://bestsajguj.blogspot.com/2020/09/blog-post_19.html

স্হায়ীভাবে মুখের বণ দূর করার অলৌকিক উপায় https://bestsajguj.blogspot.com/2020/07/blog-post_25.html

বিয়ের মেকআপ করার সহজ উপায় https://bestsajguj.blogspot.com/2020/08/blog-post_15.html

বিয়ের জন্য দেশি ব্র্যান্ডের প্রসাধনী ও দাম

সানসিল্ক শেমপু,লাক্স সাবান,প্যারাস্যুট নারিকেল তৈল,পেপসোডেন্ট ও ফেয়ার অ্যান্ড লাভলি ইত্যাদি। একটি শেমপু বোতল ২০০ থেকে ২৫০ টাকা,লাক্স সাবান ৩০- ৪০ টাকা,প্যারাস্যুট নারিকেল তৈল ৯০ থেকে ৩০০ টাকা, পেপসোডেন্ট ও ফেয়ার অ্যান্ড লাভলি মোট ৫০০ টাকা লাগতে পারে। (আনুমানিক মূল্য)১টি দেশি ব্র্যান্ডের লিপস্টিকের দাম ১৩০ থেকে পাঁচ শ টাকায়।

বিয়ের জন্য দেশি ব্র্যান্ডের কসমেটিকস ও দাম

আয়না ও চুরুনী ৫০০ টাকা।

ব্র্যান্ডের লিপস্টিক ১৭০ টাকা।

কনসিলার ২০০ টাকা করে কিনতে পারেন।

১টি ব্লাসার ৩২০ থেকে ১,৫০০ টাকার মধ্যে।

কাজল ১১০ থেকে ২২০  টাকা।

আইশ্যাডো ১৯০ থেকে ৫০০ টাকা।

লিপলাইনার ১৫০ থেকে ৩০০ টাকা

লিপগ্লোস ১৫০ থেকে ৩০০ টাকা।

পাউডার ও বক্স ১৬০ টাকার মধ্যে।

আবার দুই বা তিন ধরনের সামগ্রী একই সঙ্গে একটি প্যাকেটে থাকলে এক হাজার থেকে তিন হাজারের মধ্যে কিনতে পারবেন।ভালোমানের একটি মেকআপ বক্স, যার মধ্যে প্রায় সব কিছু পাওয়া যাবে, এর দাম ৭০০ থেকে দুই হাজার টাকার উপরে কিনতে পারেন।

বিয়ের জন্য বিদেশি ব্র্যান্ডের কসমেটিকের দাম



কালারপপ হাইবল বাংলাদেশি টাকায় এর দাম পড়বে ৮৫০/-।

ফার্মাসি ম্যাটটি হট রেড লিপস্টিক মূল্য মাএ ৪৬০/- টাকা।

গোল্ডেন রোজ শেইড ইলেভেন মাত্র ৫৫০ টাকা।

এইম ফর গর্জিয়াস বাবলগাম পিংকবাংলাদেশি টাকায় এইসব লিপস্টিক গুলোর মূল্য ২,০৫০ টাকা মত হয়ে থাকে।

কনসিলার বিদেশি


(১) মেবেলিন নিউইয়র্ক সুপার স্টে ফুল কভারেজ আন্ডার-আই কনসিলারের

👉দাম $12 ডলার যা বাংলাদেশী ১০০০  টাকায় বিক্রি হয়ে থাকে।

(২)"ল"ওরিয়াল কনসিলার

👉$ 11 ডলার যা বাংলাদেশী ১০০০থেকে ৯০০ টাকায় বিক্রি হয়ে থাকে।

(৩) আলমে স্মার্ট শেড কনসিলার

👉 $ 14 ডলার এবং বাংলাদেশের টাকায় ১১৭৬ টাকায় বিক্রি হয়ে থাকে।

(৪) $ এসপিএফ-৩০ কনসিলার

👉$ 11 ডলার যা বাংলাদেশী সম্ভবত
৯০০  টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে।

আপনি চায়লে কম দামেরও কিনতে পারেন।যেগুলোর মূল্য আপনার হাতের নাগালের মধ্যে। 

(৫) এল.এ. (L.A.)গার্ল প্রো গোপন এইচডি হাই-ডেফিনেশন কনসিলার

👉মূল্য $ 5 ডলার এবং বাংলাদেশে ৪৫০ টাকার মধ্যে।

(৬) ভিজা এন ওয়াইল্ড ফটো ফোকাস

👉 মাএ $ 4 ডলার ৩৩৬ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে কিনতে পারেন।   

পরিশেষে বলতে পাড়ি আপনার বিয়ের অনুষ্ঠানের আয়োজন সুন্দর ও সুষ্ঠভাবে সম্পুর্ণ করতে সকল ধরনের কাজগুলো আপনাকেই করতে হবে। আর পরিবারের সদস্যদের মধ্যে অথবা অন্য কেউ যদি করে তাহলে অবশ্যই অবশ্যই আপনি একবার হলেও চোখ বুলিয়ে দেখবেন সব কিছু ঠিকমত হচ্ছে কিনা। তা না হলে বিয়ের অনুষ্ঠানের দিন একে অপরের সাথে মনোমালিন্য ভুল বুঝাবুঝি হতে পারে।

মন্তব্যসমূহ

popular post

বিয়ের কসমেটিকস চেকলিস্ট বর ও কনে উভয়ের জন্য

মেকআপের জিনিসের নাম

চুলের খোপা বাঁধার ১০টি নতুন ডিজিটাল পারফেক্ট স্টাইল ছবি ও ভিডিওসহ!

লিপস্টিকের নাম এবং দাম

মুখের মেকআপ করার সঠিক নিয়ম

স্তন ঝুলে গেলে কি করবেন?